“ইমরান খান আর অভিনয় করবেন না”, বললেন প্রিয় বন্ধু অক্ষয় ওবেরয়

  TV9 বাংলা ডিজিটাল: ইমরান খান (Imran Khan) আর অভিনয় করবেন না,এমনটাই জানালেন ইমরানের প্রিয় বন্ধু অক্ষয় ওবেরয় (Akshay Oberoi)।কিন্তু কী এমন হল ইমরানের যে অভিনয় ছেড়ে দিলেন? এমনিতেও বহু বছর ওঁকে বড় পর্দায় দেখা যায়নি। ২০১৫ তে ওঁকে শেষ দেখা গিয়েছিল ‘কাট্টি বাট্টি’ ছবিতে।বিপরীতে ছিলেন কঙ্গনা রানাওয়াত। তারপর দীর্ঘ পাঁচ বছর ইমরান আর সিনেমা […]

“ইমরান খান আর অভিনয় করবেন না”, বললেন প্রিয় বন্ধু অক্ষয় ওবেরয়
ইমরান খান এবং অক্ষয় ওবেরয়
Follow Us:
| Updated on: Nov 20, 2020 | 8:07 AM

TV9 বাংলা ডিজিটাল: ইমরান খান (Imran Khan) আর অভিনয় করবেন না,এমনটাই জানালেন ইমরানের প্রিয় বন্ধু অক্ষয় ওবেরয় (Akshay Oberoi)।কিন্তু কী এমন হল ইমরানের যে অভিনয় ছেড়ে দিলেন? এমনিতেও বহু বছর ওঁকে বড় পর্দায় দেখা যায়নি। ২০১৫ তে ওঁকে শেষ দেখা গিয়েছিল ‘কাট্টি বাট্টি’ ছবিতে।বিপরীতে ছিলেন কঙ্গনা রানাওয়াত। তারপর দীর্ঘ পাঁচ বছর ইমরান আর সিনেমা করেননি।সবারই মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ইমরান কি তাহলে অভিনয় ছেড়ে দিলেন? সেই আশঙ্কাই এবার সত্যি হল, অন্তত এমনটাই জানিয়েছেন প্রিয় বন্ধু অক্ষয় ওবেরয়।যদি ছেড়েই দেন,তাহলে কী করছেন ইমরান?

ইমরান খুব বেশি যে ছবি করেছেন এমনটা নয়।তবু যে কটা করেছেন তাতেই দর্শকমনে ছাপ ফেলেছেন।ইমরান, আমির খানের ভাইপো।অভিনয় ওঁর রক্তে। তবু অভিনয় ছাড়লেন কেন  তিনি? ইমরানের প্রথম ছবি ‘জানে তুইয়া জানে না’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল।এরপর’ দিল্লি বেলি’, ‘আই হেট লাভ স্টোরি’ও যথেষ্ট সাড়া ফেলেছিল।দক্ষ অভিনেতা হিসাবে ইমরান নিজেকে প্রমাণও করেছিলেন।তবু কী এমন হল ইমরানের?

একটি সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন ওঁর প্রিয় বন্ধু ইমরান আর অভিনয় করবেন না।অক্ষয় এবং ইমরান, দুজনেই বহু দিনের খুব কাছের বন্ধু।একসঙ্গে ওঁরা কিশোর অ্যাকটিং স্কুলে পড়াশুনো করেছিলেন।ইমরানকে অনেক বেশি চেনেন অক্ষয়।তিনি বলেছেন “ ইমরান যতটা ভাল অভিনেতা,তার থেকেও ভাল একজন লেখক এবং পরিচালকসত্বা ওর মধ্যে আছে। আমি জানি না কবে ও ছবি পরিচালনা করবে, ওকে জোরও করতে চাই না।কিন্তু আমি ওকে যতটুকু চিনি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ও ছবি পরিচালনায় আসবে।এবং আমার বিশ্বাস ও দারুণ একটা ছবি বানাবে।”

ইমরান ইতিমধ্যেই একটি শর্ট ফিল্ম বানিয়ে ফেলেছেন। এবার বড় পর্দার জন্য কবে ছবি বানাবেন সেটাই দেখার।