Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমি জানি না কীভাবে ২০২১-কে স্বাগত জানাব: ইরফানের স্ত্রী সুতপা

গত এপ্রিল মাস থেকে ইরফান নেই। তবে তাঁকে ক্ষণে ক্ষণে মনে করছেন স্ত্রী সুতপা সিকদার।

আমি জানি না কীভাবে ২০২১-কে স্বাগত জানাব: ইরফানের স্ত্রী সুতপা
ইরফান-স্ত্রী
Follow Us:
| Updated on: Jan 01, 2021 | 6:47 PM

গত এপ্রিল মাস থেকে ইরফান নেই। তবে তাঁকে ক্ষণে ক্ষণে মনে করছেন স্ত্রী সুতপা সিকদার। কোনও না কোনও ভাবে তাঁর পোস্টে উঠে এসেছে ইরফান প্রসঙ্গ। পুরনো বছরের বিদায়বেলা এক আবেগঘন পোস্টে সুতপার স্মৃতিতে আবার ভিড় করল ইরফানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো।

 

 

 

সুতপা লেখেন, “এটা বলা আমার কাছে ভীষণ কঠিন যে ২০২০ অত্যন্ত খারাপ একটি বছর কারণ তুমি ছিলে এ বছরে। গত বছর ঠিক এমন সময়ে তুমি আমার পাশে ছিলে, বাগানে ছিলে, পাখিদের জন্য বাসা বাঁধছিলে, কীভাবে ২০২০ কে বিদায় জানাব!!! ইরফান, আমি জানি না কীভাবে ২০২১-কে স্বাগত জানাব।”
শুধু সুতপা নন। ছেলে বাবিলও মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, “আপনার দেখানো পথে, ২০২১”।

 

 

 

 

এ বছরে মুক্তি পেতে চলেছে ‘প্যানোরমা স্পটলাইট’ এবং ‘৭০ এমএম’ নিবেদিত এবং ‘কেএনএম প্রোডাকশন’ প্রযোজিত ছবি ‘দ্য সং অফ স্করপিওন’। ইরফান অভিনীত শেষ ছবিটির গল্প লেখেন পরিচালক অনুপ সিং নিজে।

 

 

View this post on Instagram

 

A post shared by Babil (@babil.i.k)

 

যিনি ইরফানের দেশভাগের ছবি ‘‌কিসসা’ও‌ পরিচালনা করেছিলেন। ইরফান খান অভিনীত চরিত্রের নাম ‘আদাম’। তিনি একজন উট ব্যবসায়ী। ছবিতে রয়েছেন ওয়াহিদা রহমানও। নতুন বছরে প্রথম কয়েক মাসের মধ্যেই মুক্তি পাবে ইরফানের শেষ ছবি।