Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন ছবির টিজারে ‘পাপা’কে কী বললেন রণবীর কাপুর

বাবাকে অনেক কিছু বলা বাকি ছিল বোধহয় ছেলে রণবীরের।

নতুন ছবির টিজারে ‘পাপা’কে কী বললেন রণবীর কাপুর
রণবীর কাপুর
Follow Us:
| Updated on: Mar 01, 2021 | 2:26 PM

বাবাকে হারিয়েছেন এ বছর। বাবা ঋষি কাপুরকে অনেক কিছু বলা বাকি ছিল বোধহয় ছেলে রণবীরের। তাই এমন এক স্বগতোক্তিতে শুরু হল টিজার। রণবীর বললেন, “পাপা, অগলে জনম মে আপ মেরা বেটা বননা…”

মাল্টিস্টারার ছবির টিজার মুক্তি পেল। ছবিতে রয়েছেন, অনিল কাপুর, ববি দেওল, পরিনীতি চোপড়া এবং রণবীর কাপুর। ছবির প্রযোজক একজন নন, তিন-তিনজন। ভূষণ কুমার, প্রণয় রেড্ডি ভাঙ্গা কৃষ্ণন কুমার ও মুরাদ খেতানি। ছবির নাম ‘অ্যানিম্যাল’। পরিচালক, ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা। পরিচালকের পরপর দুটো ব্লকবাস্টার হিট ছবি করেছেন। তবে এই প্রথম রণবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

 

আরও পড়ুন ম্যাসাজ নিচ্ছেন অনন্যা, পোস্ট করলেন ছবি

 

শোনা যাচ্ছে ২০২১ সালে মুক্তি পেতে চলেছে ‘ক্রাইম ড্রামা’ ছবি। ছবির আবহসঙ্গীত করেছেন হর্ষবর্ধন রামেশ্বর। ছবি ঘোষণার যে ভিডিও রিলিজ করেছে, তাতে শোনা যাচ্ছে, রণবীর কাপুরের কণ্ঠ।

 

 

 

 

ছবি প্রসঙ্গে রণবীর বলেন, “প্যান্ডেমিকের সময় আমরা নিজেরা কিছুটা সময় পেয়েছিলাম নিজেদের বুঝতে এবং এমন সব ছবি নিয়ে ভাবতে যা আমাদের পছন্দের ছিল। তাই আমাকে যখন সন্দীপ গল্প পড়ে শোনালেন, আমি চরিত্রের এত গভীরে ঢুকে পড়লাম, এবং ঠিক কর ফেললাম যে ছবিটা করছি। আমি ওর কাজ খুব ভাল লাগে, এবং ক্রিয়েটিভ কোলাবরশেন নিয়ে আশাবাদী। আর ভূষণ স্যর খব ভাল এন্টারটেনমেন্ট ছবি বানান এবং ওর ফিল্ম মিউজিক নিয়ে প্রভূত জ্ঞান রয়েছে। তার ঝলক ‘অ্যানিমাল’। আমি কৃতজ্ঞ এমন এক অনসম্বল কাস্টিংয়ে যুক্ত হতে পেরে।”

 

টিজারের এক ঝলক

 

আপাতত, রণবীর সিং তাঁর প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে, মা নিতু কাপুর, সোনি রাজদানের সঙ্গে রনথম্বোরে ছুটি কাটাচ্ছেন। এক সাক্ষাৎকারে রণবীর জানান, যে প্যান্ডেমিকের এমন অবস্থা যদি না হত, তাহলে তিনি আলিয়াকে বিয়ে করে ফেলতেন। শোনা যাচ্ছে নতুন বছরে আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর।