রাখির পর এ বার ছোট পর্দায় ‘স্বয়ম্বর’ হতে চলেছে আরশি খানের?
মুম্বইয়ের এক সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে, রিয়ালিটি শো'র নাম হতে চলেছে, 'আয়েঙ্গে তেরে সজনা'। ছবির সঞ্চালক নাকি হতে চলেছেন রাহুল মহাজন। যিনি নিজেও স্বয়ম্বরের মাধ্যমেই রিয়ালিটি শো'র মঞ্চ থেকে জীবনসঙ্গিনী খুঁজে নিয়েছিলেন। যদিও সেই বিয়ে সুখের হয়নি।
আবারও রিয়ালিটি শো-র মঞ্চে হতে চলেছে স্বয়ম্বর? রাখি সাওয়ান্তের পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইন্ডাস্ট্রির আর এক কন্ট্রোভারসিয়াল কুইন আরশি খান? খবর তেমনটাই। বিগবসের ১৪ তম সিজনে অংশ নিয়েছিলেন আরশি। ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি হয়েছিল তাঁর। মাঝপথে শো-র টিআরপি বাড়ার যদি অন্যতম কারণ রাখি সাওয়ান্ত হন আরশি হলেন তা ধরে রাখার কারণ। আরশির কথা বলার ধরন, বিতর্ক সৃষ্টির ক্ষমতা বিগবসের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। আর সে কারণেই নাকি আর এক রিয়ালিটি শো’র অনুরোধ নিয়ে আরশির দরবারে হাজির নির্মাতারা।
মুম্বইয়ের এক সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে, রিয়ালিটি শো’র নাম হতে চলেছে, ‘আয়েঙ্গে তেরে সজনা’। ছবির সঞ্চালক নাকি হতে চলেছেন রাহুল মহাজন। যিনি নিজেও স্বয়ম্বরের মাধ্যমেই রিয়ালিটি শো’র মঞ্চ থেকে জীবনসঙ্গিনী খুঁজে নিয়েছিলেন। যদিও সেই বিয়ে সুখের হয়নি। সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি ওই শো-য়ের জন্য সম্মতি দিয়েও দিয়েছেন আরশি। বিয়েতেও রাজি তিনি।
View this post on Instagram
প্রসঙ্গত, বিগবস ১৩-র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী শেহনাজ গিল এবং পরশ ছাবড়াও শো-থেকে বেরিয়ে এক স্বয়ম্বর রিয়ালিটি শো-র অংশ হয়েছিল। শো’র নাম দেওয়া হয়েছিল ‘মুঝসে শাদি করোগে’। যদিও মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল রিয়ালিটি শো’টি। একদিকে করোনার প্রকোপ এবং অন্যদিকে শো’টির কম টিআরপি-ই বন্ধ হওয়ার কারণ হিসেবে জানা গিয়েছিল। তবে রাখি সাওয়ান্তের স্বয়ম্বর কিন্তু বেশ হিট হয়েছিল সে সময়।
দিন কয়েক আগেই মুম্বইয়ে নিজের বাড়ি কিনেছেন আরশি। সে প্রসঙ্গে তিনি বলেন, “আমার স্বপ্নের শহরে আমার স্বপ্নের বাড়ি কেনার ইচ্ছে বহুদিন ধরেই ছিল। আমি ভাড়া থাকতাম। এখন নিজের বাড়িতে থাকছি। নিজের জন্য নিজেরই গর্ব হচ্ছে।” পাশপাশি বিগবস এবং সলমন খানকেও ধন্যবাদ জানিয়েছিলেন আরশি খান। বিগবসে অর্জিত টাকা দিয়েই যে নিজের বাড়ি কেনার স্বপ্ন সত্যি হয়েছে তাঁর সে কথা অকপটে স্বীকার করে নেন আরশি।