কঙ্গনা রানওয়াত নিজেকে তুলনা করলেন মেরিল স্ট্রিপের সঙ্গে, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাকি অভিনেত্রীদের দিকে, কী সেই চ্যালেঞ্জ?

কঙ্গনা রানওয়াত মানেই এখন বিতর্ক। আরও একবার বোমা ফাটালেন তিনি। কঙ্গনা টুইটারে নিজেকে হলিউড সুপারস্টার মেরিল স্ট্রিপ এবং গ্যাল গদতের সঙ্গে তুলনা করেছেন। বাকি অভিনেত্রীদের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। কী সেই চ্যালেঞ্জ?

কঙ্গনা রানওয়াত নিজেকে তুলনা করলেন মেরিল স্ট্রিপের সঙ্গে, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাকি অভিনেত্রীদের দিকে, কী সেই চ্যালেঞ্জ?
কঙ্গনা রানাওয়াত
Follow Us:
| Updated on: Feb 09, 2021 | 8:38 PM

কঙ্গনা রানওয়াত মানেই এখন বিতর্ক। বির্তকিত মন্তব্য ছাড়া কঙ্গনা যেন আজকাল সাধারণ ভাবে কথা বলতেই পারেন না। আরও একবার বোমা ফাটালেন তিনি।

কঙ্গনা টুইটারে নিজেকে হলিউড সুপারস্টার মেরিল স্ট্রিপ এবং গ্যাল গদতের সঙ্গে তুলনা করেছেন। তিনি টুইট করেছেন “ অভিনয়ের যে বিস্তার আমার আছে, এই মুহূর্তে এই পৃথিবীতে কোনও অভিনেত্রীর তা নেই। মেরিল স্ট্রিপের মত রট্যালেন্ট আমারই আছে। আবার গ্যাল গদতের মত গ্ল্যামারাস এবং অ্যাকশন দৃশ্যেও আমি অনায়াসে অভিনয় করতে পারি।” এইটুকুতেই থেমে থাকেননি কঙ্গনা। আরও এক ধাপ এগিয়ে গিয়ে বাকি অভিনেত্রীদের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ‘মনিকর্ণিকা’ কঙ্গনা। তিনি টুইট করেছেন “ এই পৃথিবীতে যদি কোনও অভিনেত্রী তাঁর অভিনয়ের মেধা আমার চেয়ে বেশি দেখাতে পারেন, আমি আমার এই ঔদ্ধত্য আর কোনও দিন দেখাব না। ধরণের গর্ব করার মত আতিশয্যতা আমার আছে।”

কঙ্গনার হাতে এই মুহূর্তে পর পর ছবি। অ্যাকশন ছবি ‘ধকড়’এর শুটিং করছেন তিনি। একজন এজেন্টের ভূমিকায় তাঁকে দেখা যাবে। সদ্যই শেষ করেছেন ‘থালাইভি’র শুট। জয়ললিতার জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। কঙ্গনা জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন। সিনেমার লিস্ট এখানেই শেষ নয়। ‘ তেজশ’ এবং ‘মনিকর্ণিকা রির্টানস’এও তাঁকে দেখা যাবে। রানি দিদ্দার জীবন কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ‘মনিকর্ণিকা রির্টানস’ সম্প্রতি কঙ্গনা আরও একটি ছবিতে সাইন করেছেন। এই ছবিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা।

আরও পড়ুন :আজ অমৃতা সিং-এর জন্মদিন, মা-কে কী উপহার দিলেন সারা আলি খান?