‘খোঁচা না প্রশংসা’! তাপসীকে নিয়ে কঙ্গনার নয়া মন্তব্যে ফের শোরগোল
দিন কয়েক আগে ফিল্মফেয়ারের মঞ্চে 'থাপ্পড়' ছবির জন্য পুরস্কার পান তাপসী। যে বিভাগে তিনি সেরা হয়েছেন ওই বিভাগেই মনোনয়ন পেয়েছিলেন দীপিকা পাড়ূকোন, বিদ্যা বালান এমনকি কঙ্গনা নিজেও।
সোশ্যাল মিডিয়ায় তাপসী পান্নুকে প্রশংসা করলেন কঙ্গনা রানাওয়াত? নাকি প্রশংসার ছলে দিলেন খোঁচা? কঙ্গনার সাম্প্রতিক টুইট উঠছে এই প্রশ্নই। ঠিক কী হয়েছে?
দিন কয়েক আগে ফিল্মফেয়ারের মঞ্চে ‘থাপ্পড়’ ছবির জন্য পুরস্কার পান তাপসী। যে বিভাগে তিনি সেরা হয়েছেন ওই বিভাগেই মনোনয়ন পেয়েছিলেন দীপিকা পাড়ূকোন, বিদ্যা বালান এমনকি কঙ্গনা নিজেও। কিন্তু সবাইকে ছাপিয়ে শেরার মুকুট তুলে নেন তাপসী । এর পরেই মঞ্চে উঠে কঙ্গনার প্রশ্ংসায় পঞ্চমুখ তাপসী বলেন, ” যেভাবে তুমি সীমারেখা অতিক্রম করেছ যে জন্য তোমায় ধন্যবাদ কঙ্গনা। পারফরম্যান্সের যে বেঞ্চমার্ক তুমি তৈরি করেছ তা বছরের পর বছর বেড়েই চলেছে।”
তাপসীর সেই স্পিচেরই একটি ভিডিয়ো কঙ্গনাকে ট্যাগ করে এক টুইটার ইউজার শেয়ার করলে কঙ্গনা জবাবে লেখেন, “ধন্যবাদ তাপসী। বিমল এলাইচি ফিল্ম ফেয়ার প্রাপ্য তোমারই। তোমার চেয়ে বেশি ডিসারভিং আর কেউ নেই।” আর এখানেই নেটিজেনরা পেয়েছেন খোঁচার আভাস।
We know deep down sasti is #KanganaRanaut fan ✌?@KanganaTeam pic.twitter.com/1YHYYMUo67
— Bipin SPk (@Bipin64805424) April 9, 2021
এই সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পক্ষপাতিত্ব নিয়ে এর আগে অতীতে নানা বিতর্ক হয়েছে। কঙ্গনা নিজেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ‘বয়কট’ করেছে। ‘বিমল এলাইচি’ নামক মুখশুদ্ধির ব্র্যান্ড এ বারের ফিল্ম ফেয়ারে মূল পার্টনার। নেটিজেনদের একাংশের প্রশ্ন, “সে কারণেই কি তাপসীর এই অ্যাওয়ার্ডকে পরোক্ষে ছোট করলেন কঙ্গনা।” তাঁদের যুক্তি, “কঙ্গনা জেতেননি ফিল্ম ফেয়ার। না জেতায় তিনি যে ভাবিত নন সে কথাই তাপসীকে স্মরণ করিয়ে দিয়ে ফিল্মফেয়ার যে নির্দিষ্ট ব্র্যান্ডে এন্ডোরসমেন্ট ডিল দ্বারা পরিচালিত হয়– সে কথাই মনে করিয়ে দিলেন কঙ্গনা? পাঙ্গার জন্য ফিল্মফেয়ার না জিতলেও তিনি যে ওই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, সে কথাই কি কোথাও গিয়ে উঠে এল তাঁর বক্তব্যে?”
প্রসঙ্গত, এর আগে কঙ্গনার সঙ্গে তাপসীর ক্রমাগত তুলনা নিয়ে কঙ্গনার দিদি রঙ্গোলী চাণ্ডেল মুখ খুলেছিলেন। কদর্য ভাষায় তাপসীকে আক্রমণ করে তিনি বলেছিলেন তাপসী হলেন কঙ্গনার ‘সস্তা কপি’। গত বছর স্বজনপোষণ বিতর্ক চলাকালীনও বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা-তাপসী। সে সময় তাপসীকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী বলেও উল্লেখ করেন কঙ্গয়ান রানাওয়াত।