করণ করলেন ‘বউ চুরি’, অভিযোগ পরিচালক মধুর ভান্ডরকারের

পরিচালক Madhur Bhandarkar টাইটেল চুরির অভিযোগ এনেছেন Karan Johar-এর Dharma Production বিরুদ্ধে

করণ করলেন ‘বউ চুরি’, অভিযোগ পরিচালক মধুর ভান্ডরকারের
মধুর ভান্ডার ও করণ জোহর
Follow Us:
| Updated on: Nov 25, 2020 | 9:22 AM

Tv9 বাংলা ডিজিটাল: পরিচালক ভার্সাস পরিচালক দ্বন্দ। তাও আবার ‘বউ’ নিয়ে।

আচ্ছা বুঝিয়ে বলা যাক, পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar) টাইটেল চুরির অভিযোগ এনেছেন করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশনের (Dharma Production) বিরুদ্ধে। কারণ মধুর তাঁর নতুন ছবির প্রোজেক্টের টাইটেল রেখেছেন ‘বলিউড ওয়াইভস’। আর অন্যদিকে করণের ধর্মা প্রোডাকশন প্রযোজিত নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজের নাম রেখেছেন, ‘ দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’। মানে ‘বলিউড ওয়াইভস’ দু’পরিচালকের কমন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন বিয়ের পিঁড়িতে অনির্বাণ, পাত্রী কে?

 

‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’।

টুইটে মধুর লেখেন, ‘প্রিয় করণ জোহর, আপনি ও অপূর্ব মেহতা আমার কাছে ‘বলিউড ওয়াইভস’ টাইটেলটি ওয়েব প্রজেক্টের জন্য চেয়েছিলেন। আমি রাজি হইনি কারণ একই নামে আমার নিজের প্রোজেক্টের কাজ চলছে। নামটিকে খানিক পাল্টে ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ করে দেওয়া নীতিগতভাবে অনুচিত। দয়া করে আমার প্রোজেক্টের ক্ষতি করবেন না। অনুরোধ করছি, সিরিজের নাম বদলে দিন।’

টুইটের করণের কোনও উত্তর আসেনি। মধুর IMPPA (দ্য ইন্ডিয়ান মোশন পিকচার্স  প্রোডিউসারস অ্যাসোসিয়েশন) কাছে ‘টাইটেল চুরি’ নিয়ে অভিযোগ জানান। প্রোডিউসার গিল্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে। তারা সরকারিভাবে মেল করে নিশ্চিত করে যে যে মধুরের আসন্ন প্রোজেক্টের নাম ‘বলিউড ওয়াইভস’।

ধর্ম প্রোডাকশনকে পাঠানো চিঠিতে ইম্পা লিখেছিল, “গিল্ডের থেকে জানতে পারি যে তারা ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ টাইটেলটি রেজিস্টার করেনি। এবং আপনি কীভাবে রেজিস্টার না হওয়া একটি টাইটেল ব্যবহার করছেন। এখানে টাইটেল রেজিস্ট্রেশনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।’

karan-johar-vs-madhur-bhandarkar-the-fabuklous-lives-of-bollywood-wives-title-battle-main-1

উপরের ছবিতে রইল ধর্মা প্রোডাকশনকে লেখা ইম্পার চিঠি এবং ইম্পাকে লেখা পরিচালকের মধুর ভান্ডরকারের চিঠি।