‘১৯ বছরের করিশ্মা’র রূপে মুগ্ধ রণবীর-বরুণ, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
কেউ বলছেন 'কুইন', আবার কেউ বলছেন 'ভালবাসি লোলো' (করিশ্মার ডাকনাম)। রণবীর সিংহ, বরুণ ধওয়ন...বি-টাউনের হ্যান্ডসামরা মজেছেন করিশ্মার ক্যারিশ্মায়। কী হয়েছে?
কেউ বলছেন ‘কুইন’, আবার কেউ বলছেন ‘ভালবাসি লোলো’ (করিশ্মার ডাকনাম)। রণবীর সিংহ, বরুণ ধওয়ন…বি-টাউনের হ্যান্ডসামরা মজেছেন করিশ্মার ক্যারিশ্মায়। কী হয়েছে?
বরুণ ধওয়ন এবঙ্গ সারা আলি খান অভিনীত আসন্ন ছবি ‘কুলি নাম্বার ওয়ান’-এর গান ‘হুসন হ্যায় সুহানা’ মুক্তি পেয়েছে শুক্রবার। ইউটিউবে তা প্রথম সারিতে ট্রেন্ডও করেছে। আইকনিক এই ডান্স নাম্বারের রিমেক কারও ভাল লেগেছে, কারও লাগেনি। এ সবের মধ্যেই এই গান মুক্তি পেতেই যিনি সবচেয়ে বেশি নস্টালজিক হয়ে পড়েছেন তিনি করিশ্মা কপূর। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত আইকনিক ছবি ‘কুলি নাম্বার ওয়ান’-এ এই গানটির সঙ্গে নেচেই যে লাইমলাইটে চলে এসেছিলেন করিশ্মা। তাঁর তখন মোটে ১৯। বিপরীতে ছিলেন গোবিন্দা। সারা-বরুণের ‘কুলি নাম্বার ওয়ান’ আদপে ওই ছবিরই রিমেক। পুরনো ‘ফিল’ রাখতেই ছবির গান গুলোও প্রায় একই রাখা হয়েছে। দুটি ছবিরই পরিচালক ডেভিড ধওয়ন। যিনি সম্পর্কে বরুণের বাবা।
View this post on Instagram
কালো শর্টস আর অফ শোলডার টপে ওই নাচের সিকোয়েন্সের ছবি শেয়ার করে করিশ্মা লেখেন, “হুসন হ্যায় সুহানা আমার প্রথম ডান্স নাম্বার। খুব মজা হয়েছিল। কত মেমোরি…”। এর পরেই কমেন্টে ভাল বাসার ঝড়।
ঋষি কপূরের মেয়ে রিধিমা কপূর কমেন্টে পাঠিয়েছেন ভালবাসা। রণবীর সিংহ লিখেছেন, ‘রানি’। আর বরুণও রিধিমার সঙ্গে গলা মিলিয়ে বলেছেন, “আইকনিক। ভালবাসি লোলো”। শুধু সেলেবরাই নয়, মাত্র ১৯ বছরে করিশ্মা ওই রকম পারফর্ম করেছিলেন জেনে উচ্ছ্বসিত ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় আচমকাই বুঁদ লোলো-ম্যাজিকে।