একই বাড়িতে থেকেও মীরার সঙ্গে ‘দূরত্ব’ শাহিদের?
শাহিদ কপূর এবং মীরা রাজপুত, বলিউডের হ্যাপেনিং জুটি। হঠাৎ কী হল তাঁদের?
শাহিদ কপূর এবং মীরা রাজপুত। বলিউডের হ্যাপেনিং জুটি। এমনিতে তাঁদের মাখোমাখো রোম্যান্সে বুঁদ দুনিয়া। কিন্তু সম্প্রতি স্বামীর বিরুদ্ধে ‘অভিযোগ’ এনেছেন স্ত্রী মীরা। বাড়িতেই নাকি পালন করছেন ‘লং ডিসট্যান্স রিলেশনশিপ’। কেন?
দিন কয়েক আগে শাহিদের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মীরা। তাতে দেখা যাচ্ছে, শাহিদ ফোন নিয়ে বেজায় ব্যস্ত। স্ত্রী যে সামনে বসে রয়েছে সে দিকে ভ্রূক্ষেপই নেই তাঁর। ছবিটি পোস্ট করে মীরা লিখেছেন, “ক্রাশ বাড়িতে তবুও লং ডিসটেন্স”। মিরার অভিযোগ, বাড়িতে থাকা স্বত্বেও শাহিদ ফোন নিয়ে ব্যস্ত থাকায় সম্পর্ক যেন ‘লং ডিসটেন্স’। কাছে এসেও কাছে নেই মিস্টার হাজব্যান্ড!
আরও পড়ুন-কেউ ৬০, কেউ ৪২, মধ্যবয়সে পৌঁছে বিয়ে করেছেন যে ছয় ফিমেল বলিস্টার
এখানেই শেষ নয়, মীরার আরও দাবি শাহিদ যে ‘সোয়েট শার্ট’টি পরে রয়েছেন, সেটিও যেন মীরার থেকে শাহিদের কাছে বেশি কাছের। শাহিদকেও অবশ্য ‘দোষ’ দেওয়া যায় না। দিন দুয়ের আগেই শাহিদ তাঁর আসন্ন ছবি ‘জার্সি’র শুটিং করে বাড়ি ফিরেছেন। চন্দীগড়েই শুট চলছিল। যদিও নির্ধারিত শুটিং শিডিউলের দিন তিনেক আগেই ফিরতে হয়েছে টিমকে। কারণ কৃষি বিল নিয়ে উত্তাল পঞ্জাবের বিভিন্ন প্রান্তে দফায় দফায় আন্দোলন, বিক্ষোভ। শাহিদও বাড়ি ফিরে এসেছেন। আর করোনার ভয়ে প্রোটোকল অনুযায়ী বাড়ি ফিরেই আপাতত বাড়ির লোকেদের সঙ্গেও দূরত্ব বজায় রেখে চলছেন তিনি।
মীরা বুঝছেন সবটাই, কিন্তু মন খারাপ কমছেই না। তার উপর যদি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে ‘ক্রাশ’ তবে খারাপ লাগারই কথা!