প্রীতি জিন্টা
বলিউড তাঁকে ভালবেসে ডাকে 'ডিম্পল গার্ল' বলে। তাঁর টোল পড়া হাসি, কথা বলার স্টাইল হিল্লোল জাগাত পুরুষহৃদয়ে। ব্যবসায়ী নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল প্রীতির। একসঙ্গে আইপিএল টিম কেনা থেকে শুরু করে, যাবতীয় ব্যক্তিগত এবং পেশাগত কাজকর্মের পার্টনার ছিলেন নেস। কিন্তু তাঁদের সম্পর্ক শেষ হয় তিক্ত ভাবে। ৪১-এ আবার প্রেমে পড়েন তিনি। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জেন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি।