‘দু’ জনে কী দেখছিল এত মন দিয়ে…’,দেব-শুভশ্রীকে নিয়ে প্রশ্ন কৌশিকের
দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির নতুন ছবি 'ধূমকেতু' মুক্তি পেল ১৪ অগস্ট। ছবিটা ব্লকবাস্টার। দুই প্রাক্তনের মধ্যে এক যুগের দূরত্ব ঘুচল, এই ছবির হাত ধরেই। প্রথমে নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখা গিয়েছিল নজরুল মঞ্চে। তারপর তাঁরা পৌঁছে গিয়েছিলেন নৈহাটিতে বড়মায়ের মন্দিরে পুজো দিতে। সেই দিনের একটা ছবি এবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির নতুন ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেল ১৪ অগস্ট। ছবিটা ব্লকবাস্টার। দুই প্রাক্তনের মধ্যে এক যুগের দূরত্ব ঘুচল, এই ছবির হাত ধরেই। প্রথমে নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখা গিয়েছিল নজরুল মঞ্চে। তারপর তাঁরা পৌঁছে গিয়েছিলেন নৈহাটিতে বড়মায়ের মন্দিরে পুজো দিতে। সেই দিনের একটা ছবি এবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
পরিচালক লিখেছেন, ”দু’ জনে কী দেখছিল এত মন দিয়ে? বুক মাই শো-তে লেগে যাওয়া আগুন? নাকি ফ্যান ভিডিয়ো? নাকি অনুরাগীদের কমেন্ট? নাকি নৈনিতালের শুটিংয়ের পুরোনো ছবি? ওরাই জানে শুধু!” দেব-শুভশ্রীকে মন্দিরে দেখা গিয়েছিল লাল পোশাকে। শুভশ্রীর লাল শাড়ির সঙ্গে মিলে গিয়েছিল দেবের লাল পাঞ্জাবি।
এই ছবির দ্বিতীয় সপ্তাহে শহরে হচ্ছে বিশেষ স্ক্রিনিং। ২৩ অগস্ট প্রিয়া সিনেমাতে হবে এই স্ক্রিনিং। সেখানে দেব-শুভশ্রী আবার একসঙ্গে উপস্থিত থাকবেন, তেমনই জানা যাচ্ছে। পাশাপাশি টলিপাড়ার তাবড় তারকাদের ভিড় থাকবে এই স্ক্রিনিংয়ে। দেব-শুভশ্রীর অনুরাগীরা যে এতে অত্যন্ত খুশি হবেন, তা আঁচ করা যায়।
‘ধূমকেতু’ ছবির প্রযোজনা করেছেন রাণা সরকার এবং দেবের প্রযোজনা সংস্থা। প্রযোজনা সংস্থার দাবি, এই ছবি প্রথম সপ্তাহে ১৫ কোটি টাকা ব্যবসার অঙ্ক ছুঁয়ে ফেলেছে। দেব-শুভশ্রী জুটির ছবি ২০ কোটি টাকার ব্যবসা করতে পারে কিনা, এখন সেটা দেখার অপেক্ষা। শুধু বাংলায় নয়, এই সপ্তাহে দেশ জুড়ে বিভিন্ন শহরে মুক্তি পেল ছবিটা। কেমন ব্যবসা আসে অন্যান্য শহর থেকে, সেটাও দেখার অপেক্ষা রইল।
