মিমির উপর নৃশংস নির্যাতনের হুমকি! বড় পদক্ষেপ প্রাক্তন সাংসদের
Mimi Chakraborty:আরজিকর কাণ্ডের পর থেকেই উত্তাল গোটা দেশ। সাধারণ থেকে তারকা-- সবাই প্রতিবাদে মুখর। থেমে নেই মিমি চক্রবর্তী। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নিজের মতো করে প্রতিবাদ করছেন তিনি। শুধু কি তাই? হেঁটেছেন মিছিলে। বারবার দোষীদের বিরুদ্ধেও হয়েছে সরব।
আরজিকর কাণ্ডের পর থেকেই উত্তাল গোটা দেশ। সাধারণ থেকে তারকা– সবাই প্রতিবাদে মুখর। থেমে নেই মিমি চক্রবর্তী। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নিজের মতো করে প্রতিবাদ করছেন তিনি। শুধু কি তাই? হেঁটেছেন মিছিলে। বারবার দোষীদের বিরুদ্ধেও হয়েছে সরব। চেয়েছেন বিচার। মিমি যত হয়েছেন সোচ্চার ততই অপর দিক থেকে এসেছে পাল্টা আক্রমণ। এসেছে ধর্ষণের হুমকিও। তবে ধর্ষণের হুমকি পেয়ে যে তিনি যে ভয় পেয়ে যাননি এবার তাই জানালেন প্রাক্তন সাংসদ। করলেন বড় পদক্ষেপ।
মিমি আগেই জানিয়েছিলেন চুপ না থেকে আইনি পদক্ষেপ করবেন তিনি। এবার সেই সম্পর্কেই আপডেট দিয়ে মিমি লেখেন, “সাইবার ক্রাইমের সহযোগিতায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। যে সব অ্যাকাউন্ট থেকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ প্রকৃত দোষীকে খুঁজছে। খোঁজ পাওয়া কঠিন হচ্ছে কারণ তারা নিজেদের সব কমেন্ট মুছে দিয়েছে।”
মিমি প্রাক্তন সাংসদ, একই সঙ্গে অভিনেত্রী। তিনিও ছাড় পাচ্ছেন না ধর্ষণের হুমকির হাত থেকে। বিশেষত এই রকম একটা সময়ে যখন ধর্ষণ রুখতে সবাই একজোট হয়েছে ঠিক তখনই পাচ্ছে নির্যাতনের হুমকি, তাহলে সাধারণের কী হবে? এই প্রশ্নই ভাবিয়ে তুলছে সাধারণকে। যদিও মিমি একজোট হয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। ভয় না পেয়ে সবাইকে এগিয়ে আসা উচিৎ– এমনটাই মনে করেন তিনি। একই সঙ্গে চাইছেন বিচারও। আরজি কর কাণ্ডের ভার এখন ন্যস্ত রয়েছে সিবিআইয়ের উপর। প্রতিদিনই চলেছে অনুসন্ধান। নির্যাতিতা আদপে বিচার পাবেন কিনা এখন সেটাই দেখার।