খোলা হাওয়ায় ভাসছেন মিমি আর কণ্ঠে রবি ঠাকুর: বড়দিনে রিলিজ হল নতুন গান

বড়দিনে রিলিজ হল মিমির কণ্ঠে রবি ঠাকুরের গান, ‘তোমার খোলা হওয়া’।

খোলা হাওয়ায় ভাসছেন মিমি আর কণ্ঠে রবি ঠাকুর: বড়দিনে রিলিজ হল নতুন গান
মিমি
Follow Us:
| Updated on: Dec 25, 2020 | 1:07 PM

তিনি অভিনেত্রী ছিলেন। হলেন সাংসদ। আর গত বছর থেকে তিনি হলেন গায়িকা। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এক বছরে পাঁচ-পাঁচটি মিউজিক ভিডিও রিলিজ করলেন নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশনস’-এ। প্রথম ভিডিও ‘অঞ্জনা’ রিলিজ করেছিল গত বছর সেপ্টেম্বরে। ভিউজ পেরিয়েছিল ৬ মিলিয়ন। তারপর একে একে ‘পল’, ‘পরি হুঁ ম্যায়ঁ’, এবং ‘আমারও পরাণ যাহা চায়’।

বড়দিনে রিলিজ হল মিমির কণ্ঠে রবি ঠাকুরের গান, ‘তোমার খোলা হওয়া’। এ নিয়ে দ্বিতীয়বার মিমি গাইছেন রবীন্দ্রসঙ্গীত। ‘আমারও পরাণ যাহা চায়’ গান গেয়েও বিপুল সাড়া পেয়েছিলেন মিমি। সে গানের ভিউজ পেরিয়ছিল ২ মিলিয়ন। হঠাৎ ‘খোলা হাওয়া’য় ভাসলেন যে? প্রশ্ন ছিল গায়িকার কাছে।

“তোমার খোলা হাওয়া এমন এক গান যা ছোটবেলার সঙ্গে মিশে গিয়েছে। এবং এ গান আমার ভীষণ পছন্দের। ছোটবেলায় কত যে এ গান গুনগুন করে গেয়েছি। এ গানকে দারুণভাবে কম্পোজ করেছে লিনকন (সুরকার)।”

 

 

 

মিমির গাওয়া বেশিরভাগ গানের শুটিং হয়েছে দেশের বাইরে। তবে এ গান অন্যথা হয়েছে। শুটিং হয়েছে দক্ষিণ ২৪ পরগনার এক নির্জন প্রান্তে। নামখানার একেবারে কাছে, মৌসুনী দ্বীপে। বিদেশ-বিঁভুই ছেড়ে মৌসুনিতে কেন হল শুটিং?

অভিনেত্রী বলেন, “আমরা ভেবেছিলাম যে আমাদের ভিডিওর মাধ্যমে  দর্শকের কাছে এ জায়গার কথা জানতে পারবে। এবং আরও বেশি লোক ভ্রমণে আগ্রহী হবে এবং এটি পশ্চিমবঙ্গের পর্যটনকে উপকৃত করবে। শুটিং চলাকালীন আমরা বেশ কিছু রহস্যময়ী দ্বীপের কথা জানতে পারি, এক রাতের মধ্যে পুরোপুরি জলে তলিয়ে যায়। আমার ভিডিওর মধ্যে দিয়ে এরকম এক দ্বীপের হদিশও দিয়েছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

 

 

মৌসুনির নীল দ্বীপে লাল শাড়িতে রবি ঠাকুরের সুরে ভেসেছেন মিমি। চারপাশ জল। পায়ে ভেজা বালি মেখে হেঁটে বেড়াচ্ছেন মিমি। রবি ঠকুরেরর গান আর শুধু ‘খোলা হাওয়া’।