Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kumbh Mela Viral Girl Monalisa Bhosle: নীল চোখ পালটে দিল ভাগ্য, মালা ছেড়ে মায়ানগরীতে মোনালিসা

Kumbh Mela Viral Girl Monalisa Bhosle: পরিচালক সনোজ মিশ্রের আসন্ন ছবি 'দ্য ডায়েরি অফ মণিপুর' ছবির জন্যই মোনালিসাকে সই করিয়েছেন পরিচালক। এরআগে সনোজ মিশ্র 'দ্য ডায়েরি অফ পশ্চিমবঙ্গ' ছবিটির পরিচালনার কাজ করেছিলেন।

Kumbh Mela Viral Girl Monalisa Bhosle: নীল চোখ পালটে দিল ভাগ্য, মালা ছেড়ে মায়ানগরীতে মোনালিসা
Follow Us:
| Updated on: Feb 01, 2025 | 11:22 AM

কুম্ভ মেলায় রুদ্রাক্ষ আর পুঁথির মালা বিক্রি করে সমাজমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরের ১৬ বছরের মেয়ে মোনালিসা ভোঁসলে। তাঁর ঘন নীল চোখে পাগল হয়ে গিয়েছিল গোটা দেশ। কেউ কেউ সমাজমাধ্যমে তাঁর ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘মোনা লিসা অফ কুম্ভ’। এবার তিনি আবারও খবরের শিরনামে। ভাইরাল হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল মোনালিসা নাকি সিনেমাতে অভিনয়ের অফার পেয়েছেন। সেই খবরকেই সত্যি প্রমাণিত করে জীবনের প্রথম ছবির জন্য তাঁকে সই করালেন পরিচালক।

পরিচালক সনোজ মিশ্রের আসন্ন ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির জন্যই মোনালিসাকে সই করিয়েছেন পরিচালক। এরআগে সনোজ মিশ্র ‘দ্য ডায়েরি অফ পশ্চিমবঙ্গ’ ছবিটির পরিচালনার কাজ করেছিলেন।

পরিচালক মিশ্র ব্যক্তিগতভাবে নিজে মহেশ্বরে মোনালিসার বাড়িতে গিয়ে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন। পরে তিনি ইনস্টাগ্রামে অভিজ্ঞতা শেয়ার করেছেন।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুলের মালা বিক্রি করে আসছেন মোনালিসা। এই মাসের শুরুতে মহা কুম্ভ মেলায় এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর, রুদ্রাক্ষের মালা বিক্রি করার ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করেন। তারপরেই বদলে যায় জীবন। অদ্ভুত সুন্দর আকর্ষণীয় চোখ এবং অনন্য চেহারা লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করে, রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন মোনালিসা।

View this post on Instagram

A post shared by Sanoj Mishra (@sanojmishra)

খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের সংখ্যাও। মালা কেনার বদলে মোনালিসার কাছে সেলফি তোলার অনুরোধ বেশি আসতে শুরু করে। বাধ্য হয়েই কুম্ভ মেলা ছেড়ে মহেশ্বরে বাড়িতে ফিরে যান মোনালিসা।

চলচ্চিত্র নির্মাতা সনোজ মিশ্র জানান, ধনী পরিবারের বখে যাওয়া মহিলার পরিবর্তে সাধারণ কোনও মহিলাকে সাপোর্ট করতে চেয়েছিলেন তিনি। তাই জন্য মোনালিসাকে বেছে নেওয়া।

সনোজ মিশ্র মহেশ্বরে গিয়ে মোনালিসার পরিবারের সঙ্গে দেখা করেন। আন্তরিকতার সঙ্গেই সনোজকে আমন্ত্রণ জানায় মোনালিসার পরিবার। পরিবারের সঙ্গে কথা বলার পরেই নতুন ছবির জন্য সই করেন মোনালিসা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ফেব্রুয়ারিতেই শুরু হতে পারে শ্যুটিং।