‘ভেবেছিলাম জীবনটা শেষ হয়ে গেল’, আট বছর আগে মৌনির সঙ্গে কী হয়েছিল?
Bollywood: আরব সাগর পারে ধীরে ধীরে নিজের পসার ভালই সাজিয়ে ফেলেছেন অভিনেত্রী মৌনী রায়। ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে তিনি এখন বড় পর্দার নায়িকা। তাঁর সৌন্দর্যে বিভোর দর্শক। যদিও এখনও 'নাগিন' সিরিয়ালের মুখ হিসাবেই তাঁকে মনে করেন দর্শক। তাঁকে বলা যেতে পারে সফল নায়িকা।

আরব সাগর পারে ধীরে ধীরে নিজের পসার ভালই সাজিয়ে ফেলেছেন অভিনেত্রী মৌনী রায়। ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে তিনি এখন বড় পর্দার নায়িকা। তাঁর সৌন্দর্যে বিভোর দর্শক। যদিও এখনও ‘নাগিন’ সিরিয়ালের মুখ হিসাবেই তাঁকে মনে করেন দর্শক। তাঁকে বলা যেতে পারে সফল নায়িকা। কিন্তু জানেন,একটা সময় অভিনেত্রী মনে করেছিলেন তাঁর জীবনটা শেষ হয়ে গিয়েছে। যদিও সাত-আট বছর আগের কথা। কিন্তু সেই স্মৃতি এখনও তাঁর মনে গেঁথে রয়েছে। একটা সময় ৭-৮ কেজি ওজন বেড়ে গিয়েছিল। খুব কম খাবার খেয়ে সেই ওজনটা ঝরান তিনি।
সম্প্রতি এক সাক্ষাত্কারে মৌনি বলেন,”সাত আট বছর আগে আমার সঙ্গে হয়েছিল। প্রচুর ওষুধ আর পেনকিলার খেতে হত। তিন মাস বিছানায় শয্যাশায়ী ছিলাম। সেই তিন মাসে মোট ৩০ কেজি ওজন বেড়ে গিয়েছিল আমার। মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই। জীবনটা যেন আমার শেষ হয়ে গিয়েছে। খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম এভাবে রোগা হয়ে যাব। কিন্তু কিছু দিন যেতে না যেতে আমি উপলব্ধি করি ওই ভাবে হবে না। খাবার খেতে হবে। তার পর ডাক্তার দেখিয়ে রুটিয়ে খাওয়া দাওয়া করে ওজন ঝরাই।”
উল্লেখ্য, মৌনিকে শেষ দেখা গিয়েছিল তাঁকে ব্রহ্মাস্ত্র ছবিতে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই সেলেবকে নিয়ে বরাবরই চর্চা থাকে তুঙ্গে। তাঁকে নিয়ে নিত্যদিন চর্চা তুঙ্গে। যদিও তাঁকে নিয়ে কটাক্ষও কম সামনে উঠে আসতে দেখা যায় না। কখনও তাঁর সাইজ জিরো ফিগার, কখনও আবার বিষয় হয়ে দাঁড়ায় তাঁর প্লাস্টিক সার্জারি।
কয়েক মাস আগে একটি সাক্ষাত্কারে নিজেই বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি জানান, নিজের লুক নিয়ে নায়িকা অসহায়তায় ভোগেন। যা শুনে নেটদুনিয়ায় কটাক্ষের বন্যা বয়ে যায়। কেউ বলেন, প্লাস্টিক সার্জারি করার পরও। কেউ আবার মৌনীর ফিগারকেও কটাক্ষ করে। যদিও তিনি এই প্রসঙ্গে খুব একটা বিচলিত হন না। বহুবার বিদেশের রাস্তায় বিকিনি পরে ঘুরে বেড়ানোর জন্য ট্রোল্ড হয়েছিলেন মৌনী। যদিও সে সবে তিনি পাত্তা দেন না কোনও কালেই। বোল্ড অ্যান্ড বিউটিফুল– এই তাঁর মূলমন্ত্র।
