জয়া বচ্চনের থেকে আমি অনেক ভাল মানুষ: বিস্ফোরক মৌসুমী
Jaya Bachchan: অতীতে জয়া বচ্চনকে এক চরিত্র কেড়ে নেওয়ার জন্য দায়ী করেছিলেন মৌসুমী। ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল গুলজারের ছবি ‘কউশিস’। ওই ছবিতে অভিনয় করেন জয়া। যদিও মৌসুমীর দাবি, জয়া নন, অভিনয়ের কথা ছিল তাঁরই। কিন্তু তিন দিন শুটিং হওয়ার পরেই নাকি কার্যত বাদ পড়েন মৌসুমী।
সেকালের দুই নায়িকার সম্পর্ক কোনওদিনই ভাল নয়, বলিউডে এ কথা ওপেন সিক্রেট। কথা হচ্ছে জয়া বচ্চন ও মৌসুমী চট্টোপাধ্যায়ের। তাঁদের দু’জনের মিল– তাঁরা দু’জনেই বাঙালি। কিন্তু দুই বাঙালির মিল নেই মোটেই। অতীতের এক ঘটনা নিয়ে আজও কি জয়ার জন্য মনেত্র কোণে রাগ পুষে রেখেছেন মৌসুমী। সাম্প্রতিক কালে ভাইরাল হওয়া এক ভিডিয়ো ইঙ্গিত দিচ্ছে তেমনটাই।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানে হাজির হয়েছেন মৌসুমী। সেখানে পাপারাৎজি তাঁকে ছবি তোলার জন্য অনুরোধ জানান। তবে প্রথমটায় তিনি বুঝতে পারেননি। একজন তাঁকে বলেন, “জয়া বচ্চনের মতো করছে।” তা শুনেই থেমে যান মৌসুমী। তাঁকে জানানো হয়, জয়া বচ্চনও পাপারাৎজি দেখলেই তেড়ে যান। ছবি তোলায় তাঁর বেজায় আপত্তি। সে কথা শুনেই আবারও ফিরে আসেন মৌসুমী। পাপারাৎজিদের সামনে পোজ দেন। এখানেই শেষ নয়। করে ফেলেন এক বিস্ফোরক মন্তব্য। তাঁকে বলতে শোনা যায়, “আমি ওই জয়া বচ্চনের থেকে মানুষ হিসেবে অনেক ভাল। আপনারা যদি না থাকতেন তবে আমরা কোথায় যেতাম?” প্রকাশ্যেই জয়া বচ্চনকে নিয়ে এমন মন্তব্যে হতবাক নেটদুনিয়া। ভাইরাল ভিডিয়োর কমেন্ট বক্সে অবশ্য মৌসুমীরই সাপোর্ট বেশি। অনেকেই লিখেছেন, “যা লিখেছেন, বেশ করেছেন, ঠিকই তো, এমন করেন মাঝেমধ্যে জয়া বচ্চন, যে কিছুই বলার নেই।”
অতীতে জয়া বচ্চনকে এক চরিত্র কেড়ে নেওয়ার জন্য দায়ী করেছিলেন মৌসুমী। ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল গুলজারের ছবি ‘কউশিস’। ওই ছবিতে অভিনয় করেন জয়া। যদিও মৌসুমীর দাবি, জয়া নন, অভিনয়ের কথা ছিল তাঁরই। কিন্তু তিন দিন শুটিং হওয়ার পরেই নাকি কার্যত বাদ পড়েন মৌসুমী। মৌসুমী দাবি করেছিলেন, তিনি রোজ দেখতেন জয়ার সেক্রেটারি গুলজারের অফিসে এসে দাঁড়িয়ে। হঠাৎ একদিন গুলজার মৌসুমীকে বলেন, “আগামীকাল থেকে একটু বেশি রাত পর্যন্ত শুট করতে হবে।” কিন্তু তখন সদ্য মা হয়েছেন মৌসুমী। তাই এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। মৌসুমীর দাবি, ব্যাপারটা নাকি ভালভাবে নেননি গুলজার। সকলের সামনেই তাঁকে বলেন, “বহু নায়িকা লাইন দিয়ে আছে এই জায়গাটা পাওয়ার জন্য।” মৌসুমীর কথায়, “আমিও বলেছিলাম, তাহলে ওদেরকেই নিন।” এর পরেই সেই জায়গা নেন জয়া। এত বছর পরেও সে কথা ভোলেননি মৌসুমী। সব কি আর ভোলা যায়?