Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঋষি কখনও আমাকে…’, কাপুর পরিবারের পুরুষদের লুকনো সত্যি ফাঁস নিতুর!

কাপুর পরিবারে বিয়ে হওয়ার কারণে অভিনয়টাও আর করা হয়নি নিতুর। মাত্র ২২ বছরেই বিদায় জানাতে হয়েছিল ঝকঝকে কেরিয়ারকে। সে সময় কাপুর পরিবারের নিয়ম ছিল, বাড়ির মেয়ে-বউ কেউই অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে পারবেন না। নিতুও অক্ষরে অক্ষরে পালন করেছিলেন সেই কথা।

'ঋষি কখনও আমাকে...', কাপুর পরিবারের পুরুষদের লুকনো সত্যি ফাঁস নিতুর!
ঋষি-নিতু।
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 3:00 PM

কাপুর পরিবার নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। পরিবারকে নিয়ে রয়েছে নানা রটনা। রয়েছে নানা সমালোচনাও। কাপুর পরিবারের পুরুষরা মহিলাদের দাবিয়ে রাখেন– রয়েছে এই অভিযোগও। এবার কাপুর পরিবারের ছেলে, প্রয়াত স্বামী ঋষি কাপুরকে নিয়ে এক লুকিয়ে রাখা সত্যি ফাঁস করলেন অভিনেত্রী নিতু সিং কাপুর। ঋষিকে ভালবেসেই বিয়ে করেন নিতু। তার আগে কিছু দিনের জন্য প্রেম করেছিলেন তাঁরা। সে সময়ে প্রেমিকার উপর কড়া শর্ত চাপিয়েছিলেন ঋষি। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো-য়ে এসে নিতু বলেন, “যশ চোপড়া মাঝেমধ্যেই পার্টি দিতেন। সেখানে গিয়ে অন্তাক্ষরী খেলতাম আমরা। তবে পার্টির থেকে তাকে পিকনিক বললেই ভাল হয়। সেই সময় আমার বয়ফ্রেন্ড ছিল ঋষি। আর ওর কারণেই কখনও আবার সেই ভাবে পার্টি করা হয়নি। সারাক্ষণ আমায় বলত, ‘এটা করা যাবে না, ওটা কিছুতেই করবে না। বাড়ি ফিরে এস’। তাই পার্টির বন্যরূপ আমার দেখা হয়নি কোনওদিন।”

এখানেই না থেমে নিতু আরও বলেন, “সে সময় আমি সম্পর্কে ছিলাম। আমার মা ও বয়ফ্রেন্ড দু’জনেই এত কড়া ছিল যে ওদের মাঝে আমাকে নিয়ে কাটাছেঁড়া হত।” নিজের মতপ্রকাশের অধিকারে বাধা! নিতুর এই বক্তব্যের পরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোড়ন। অনেকেই আবার ঋষি কাপুরকে দাগিয়ে দিয়েছেন ‘আলফা মেল’ হিসেবে। তাঁদের মতে, “ঋষির এভাবে জোর করার কোনও মানে হয় না। নিতুর তো নিজের মতপ্রকাশের, ইচ্ছেপ্রকাশের অধিকারই ছিল না।”

কাপুর পরিবারে বিয়ে হওয়ার কারণে অভিনয়টাও আর করা হয়নি নিতুর। মাত্র ২২ বছরেই বিদায় জানাতে হয়েছিল ঝকঝকে কেরিয়ারকে। সে সময় কাপুর পরিবারের নিয়ম ছিল, বাড়ির মেয়ে-বউ কেউই অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে পারবেন না। নিতুও অক্ষরে অক্ষরে পালন করেছিলেন সেই কথা। তবে এখন সময় বদলেছে। আবারও স্ক্রিনে ফিরেছেন নিতু। কাজ করছেন চুটিয়ে। ১৯৮০ সালে ঋষি কাপুরের সঙ্গে বিয়ে হয় নিতুর। দাম্পত্যের অবসান হয় ২০২০ সালে। লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যানসারে প্রয়াত হন ঋষি কাপুর।