আর পারলেন না নিক! স্ত্রী প্রিয়াঙ্কা ভারতে আসতেই নিলেন বড় সিদ্ধান্ত

Priyanka Chopra: বিমানবন্দরে তাঁকে দেখেই ঘিরে ধরল পাপারাৎজি। সকলের সঙ্গে হেসে অভিবাদন জানাতেও দেখা গেল তাঁকে। 'জিজু আ গয়া' শুনে হাসতেও দেখা যায় তাঁকে।

আর পারলেন না নিক! স্ত্রী প্রিয়াঙ্কা ভারতে আসতেই নিলেন বড় সিদ্ধান্ত
প্রিয়াঙ্কা ভারতে ফিরতেই নিলেন বড় সিদ্ধান্ত
Follow Us:
| Updated on: Mar 18, 2024 | 4:24 PM

দিন কয়েক আগেই ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে এসেছে তাঁর একরত্তি মেয়ে মালতি মেরী চোপড়া জোনাসও। এক ব্র্যান্ডের মুখ হয়ে নিজের দেশে ফিরেছেন ‘দেশি গার্ল’। তবে সঙ্গে আসেননি স্বামী নিক জোনাস। নিকের সমস্ত ট্যুরে হাজির থাকেন প্রিয়াঙ্কা। তাই নিকের অনুপস্থিতির কারণে, কম আলোচনা হয়নি। অনেকেই আবার ধরে নিয়েছিলেন দু’জনের সম্পর্ক নাকি ভাল নেই! এমনকি এক্স হ্যান্ডেলে ট্রেন্ডও হচ্ছিল #ফ্রিনিকজোনাস ট্যাগ! এ সবের মধ্যেই নিক ঘটিয়ে ফেললেন এক কাণ্ড! যা দেখে সমালোচকদের হাঁ মুখ আপাতত বন্ধ। স্ত্রী ও মেয়েকে সারপ্রাইজ দিতে সোমবার সকালে সোজা চলে এলেন ভারতে। এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্যুর চলছে তাঁর। সেখান থেকে সময় বের করে এ দেশে আসা কিন্তু কম ঝক্কির নয়!

বিমানবন্দরে তাঁকে দেখেই ঘিরে ধরল পাপারাৎজি। সকলের সঙ্গে হেসে অভিবাদন জানাতেও দেখা গেল তাঁকে। ‘জিজু আ গয়া’ শুনে হাসতেও দেখা যায় তাঁকে। বিয়ের পর প্রথম হোলি এ দেশেই কাটিয়েছিলেন নিক। শোনা যাচ্ছে বহু বছর পর এবারেও সেই পরিকল্পনাই রয়েছে তাঁর। এর আগে তাঁরা যখন এ দেশে হোলি উদযাপন করেছিলেন তখন তাঁদের কোলে আসেনি মালতি। ভক্তরা তাই আরও বেশি উচ্ছ্বসিত। একজন লিখেছেন, “মামাবাড়িতে এটিই তাঁর প্রথম হোলি হতে চলেছে। ও যেন চুটিয়ে উপভোগ করে।” এই মুহূর্তে বলিউড থেকে খানিক দূরেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডেই নিজের পরিচিত বাড়াচ্ছেন ক্রমশ। ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ারসের ‘দ্য ব্লাফ’-এ দেখা যাবে তাঁকে। এ ছাড়াও জন সিনা ও ইদ্রিশ এলবার সঙ্গে ‘হেডস অব স্টেট’-এও অভিনয় করবেন তিনি।

View this post on Instagram

A post shared by Patty Cardona (@jerryxmimi)