Murder in Golf Green: ২৪ ঘণ্টার মধ্যেই সমাধান রহস্যের! গল্ফগ্রিনে পিসিকে গলা কেটে খুন তার ভাইপো সাবিরের

Golf Green: পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত জানিয়েছে সে ঋণ নিয়েছিল। তবে সেই টাকা শোধ করতে পারছিল না। এরপর পরিশোধের জন্য পিসির কাছে দশ হাজার টাকা ধার চেয়েছিল। কিন্তু নাফিসা তা দিতে অস্বীকার করেন। অভিযুক্তের দাবি, নাফিসা টাকা তো দেননি উল্টে তাঁকে অপমান করে। ঘুষি মারে মুখে।

Murder in Golf Green: ২৪ ঘণ্টার মধ্যেই সমাধান রহস্যের! গল্ফগ্রিনে পিসিকে গলা কেটে খুন তার ভাইপো সাবিরের
নাফিসা খাতুনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 10:28 AM

কলকাতা: বুধবার হাড়হিম হত্যাকাণ্ডের সাক্ষী থেকেছিল কলকাতার গল্ফগ্রিন। নিজের ঘরের খাটের নিচ থেকে উদ্ধার নাফিসা খাতুন নামে বছর বিয়াল্লিশের এক মহিলার দেহ। সেই ঘটনায় দোষ কবুল মৃতার ভাইপোর। নিজের পিসিকে খুন করেছে সে। পুলিশি জেরায় স্বীকার অভিযুক্তের। ভাইপোর নাম সাবির আলি (৩৮)। সে মৃত নাফিসা খাতুনের বড় দাদা আতেব আলির ছেলে। কবি নজরুল সরণি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ২৪ ঘণ্টার মধ্যেই এই খুনের কিনারা করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত জানিয়েছে সে ঋণ নিয়েছিল। তবে সেই টাকা শোধ করতে পারছিল না। এরপর পরিশোধের জন্য পিসির কাছে দশ হাজার টাকা ধার চেয়েছিল অভিযুক্ত। কিন্তু নাফিসা তা দিতে অস্বীকার করেন। অভিযুক্তের দাবি, নাফিসা টাকা তো দেননি, উল্টে তাঁকে অপমান করে। ঘুষি মারে মুখে।

পুলিশি জেরায় অভিযুক্ত বলেছে, রাগ-প্রতিহিংসাতেই পিসির উপর হামলা চালায় অভিযুক্ত। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। নাফিসার হাত থেকে ছুরি ছিনিয়ে নেয়। কয়েকবার ছুরিকাঘাত করে। সেই সময় মাটিতে পড়ে যান নাফিসা। অভিযুক্ত তখনই গলা কেটে খুন করে তাঁকে। উল্লেখ্য, গতকাল যে বাড়িতে নাফিসা থাকতেন সেই বাড়িতেই খাটের নিচ থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়িতে তরুণী মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। সাউথ সিটিতে কুকের কাজ করতেন বলে জানা যাচ্ছে।