Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Nora-Deepika: বিশ্বকাপ হাতে দীপিকা, স্টেজ কাঁপালেন নোরা, কাতার সফরে বিটাউনের গর্ব দুই

Viral Video: কেবল নোরাই নয়, তাঁর সঙ্গে নাম লেখালেন দীপিকা পাড়ুকোন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন ওয়ার্ল্ড কাপ সকলের সামনে প্রকাশ্যে আনেন তিনি।

Viral Nora-Deepika: বিশ্বকাপ হাতে দীপিকা, স্টেজ কাঁপালেন নোরা, কাতার সফরে বিটাউনের গর্ব দুই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 1:03 PM

গত এক মাস ধরে ফুটবল বিশ্বকাপ ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। নিত্যদিন খবরের শিরোনামে, জায়গা করে নিয়েছে কাতার বিশ্বকাপ (World Cup)। গোটা বিশ্বজুড়ে প্রতিটা মানুষের মনে যে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল তার প্রমাণ মিলেছে প্রতিটা মুহূর্তে। সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ, প্রত্যেকেই বিশ্বকাপ উৎসবের গা ভাসিয়েছিলেন নিজের মতো করে। নিজের দেশ না খেললেও ফুটবল প্রতি অমোঘ টানই প্রতিটা মানুষকে নিজের পছন্দের জার্সির রঙে রাঙিয়ে তুলেছিল গত এক মাসে। কেউ ব্রাজিল, কেউ ফ্রান্স, কেউ জার্মানি কেউ আবার আর্জেন্টিনা, কড়া টক্করে সামিল প্রত্যেকেই। সেলেবরাও বিশ্বকাপ ট্রেন্ডে গা ভাসিয়ে সোশ্যাল মিডিয়ায় মুড়ি-মুড়কির মতো পোস্ট করা ও শুরু করেন। কে কার দলে? কে কার পক্ষে? কে চায় ফুটবল ওয়ার্ল্ড কাপ কার হাতে দেখতে? এমন নানা প্রশ্নের উত্তর দিয়ে চলেছিলেন একের পর এক স্টারেরা।

তবে সত্যি কি কোথাও কি আক্ষেপ কাজ করে না– ভারত কেন এই তালিকায় স্থান পায় না? প্রশ্নটা যেন বর্তমানে এক প্রকার অলিক কল্পনা, তা অনেকেই মনে করেন। তবে বিশ্বজোড়া এই মেগা ইভেন্টে কোথাও কি থাকবে না ভারতের নাম? না তেমনটা নয়। বলিউডের দুই স্টার ভারতীয়দের সেই স্বপ্ন পূরণ করে দিয়েছেন রবিবার রাতেই। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং মুক্তি পাওয়ার পর থেকেই নোরা ফাতেহিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। একের পর এক পোস্ট-ভিডিয়ো ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে কেবলই তার গান জায়গা করে নিয়েছে।

তবে কেবল নোরাই নয়, তাঁর সঙ্গে নাম লেখালেন দীপিকা পাড়ুকোন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন ওয়ার্ল্ড কাপ সকলের সামনে প্রকাশ্যে আনেন তিনি। যে কাপকে দেখার জন্য একটু ছোঁয়ার জন্য সকলের মনে উত্তেজনা পারদ থাকে তুঙ্গে মাঝ মাঠে ফাইনালের দিন তা সকলকে হাতে তুলে দেখালেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে বিশ্বকাপ ফুটবল ফাইনালের দিন সেলিব্রেশনের অনুষ্ঠানে আবারও মাইর হাতে স্টেজ কাঁপালেন নোরা ফাতেহি। তাঁর গানের সঙ্গে নাচ সকলের নজরের কেন্দ্রে ছিল রবিবার সন্ধ্যায়।

এদিন গোটা বিশ্বের নজরে ছিল এই দুইটার। লাইম লাইটের ফোকাসে তাই বলিউডের এই দুই ডিভা রবিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন। তড়িঘড়ি ভাইরাল হয়ে যায় এই দুয়ের বিভিন্ন ছবি থেকে ভিডিও ক্লিপিং। টুইটার ট্রেন্ডেও উঠে আসে এই দুই তারকার নাম। ভক্তরা একের পর এক কমেন্ট করে জানাতে থাকেন ভারতের গর্বের দুই ষ্টার। জার্সি বা বুট পরে মাঠে না নামলেও রবিবার সন্ধ্যে ভারত ছিল চর্চায়। সৌজন্যে দীপিকা পাড়ুকোন নোরা ফাতেহি।