Ajay Devgn: ওটিটিতে পারিশ্রমিকের শীর্ষে অজয়, কত কোটিতে রাজি হয়েছিলেন ‘রুদ্র’স্টার?
Viral News- অজয় দেবগণ কত কোটি নিলেন রুদ্র-র জন্য, অর্থের পরিমাণ শুনে অবাক ভক্তমহল।
বর্তমানে সিনে দুনিয়ার পাশাপাশি ওটিটি-তে একের পর এক ভাল ছবি মুক্তি পাচ্ছে। মুক্তি পাচ্ছে একের পর এক সিরিজ। বড়পর্দার পাশাপাশি প্রথম সারিতে থাকা সেলেব মহল ক্রমশ ঝুঁকছেন ওটিটি-তেও। যে হারে জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে ওটিটি প্ল্যাটফর্মের, ঠিক সেই হারেই কোথাও গিয়ে যেন আকাশ ছোঁয়া হচ্ছে তার চাহিদাও। বাস্তবের ছবিটা ঠিক যখন এই পর্যায়, তখন সেলেব দুনিয়াও ওটিটি থেকে মুখ ফিরিয়ে আর থাকছে না। সেই তালিকাতে সলমন খান থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, একের পর এক অনেকেই নাম লিখিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে রুদ্র সিরিজ। ওটিটি-তে এই প্রথম কাজ করেন অজয় দেবগণ। তাঁর শেষে মুক্তি পাওয়া ছবি হল তানাজি। এরপর বারে বারে মুক্তি পেয়েছে কেমিও চরিত্রের ছবিরা। যে তালিকাতে রয়েছে সূর্যবংশী, গাঙ্গুবাই কাথিওয়াড়ি ও আরআরআর, তবে দস্তুর মত পর্দায় ঝড় তোলা অজয় দেবগণকে ভক্তরা পেয়েছে রুদ্রতেই। তবে এই সিরিজে কাজ করার জন্য মোটা অঙ্কের টাকা পকেটে পুরেছিলেন অজয় দেবগণ। মোটের ওপর ১২৫ কোটি টাকা নিয়েছিলেন তানাজি। ওটিটি দুনিয়ায় অন্যতম বেশি পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের মধ্যে অন্যতম।
View this post on Instagram
তবে এরই মধ্যে ছিল প্রোমোশন শুট, ছিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ক্যাম্পেনিং ও অভিনয়ের মোট খরচ। তাই সবটা মিলিয়ে অঙ্কের পরিমাণ নেহাতই কম নয়। এই পরিমাণ অর্থ বর্তমানে চার্জ করছেন সলমন খান, হৃত্বিক রোশন প্রমুখেরা। অজয় দেবগণ একের পর এক ভালো ছবি নিয়ে ভক্তদের দরবারে শীঘ্রই আসছেন। সম্প্রতি মুক্তি পেতে চলেছে রানওয়ে ৩৪। অমিতাভ বচ্চনের সঙ্গে অজয় দেবগণের জুটি কোথাও গিয়ে যেন সকলের নজরের কেন্দ্রে। ছবিতে রাকুল প্রীতকেও পাবেন দর্শকেরা। সব মিলিয়ে এখন ওটিটি দুনিয়ায় একের পর এক ভাল ছবির দাপট দর্শকদের আকর্ষণ বাড়িয়ে তুলছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন- Viral News: টেলি-দুনিয়ার নয়া নাগিন তেজস্বী, প্রতি সপ্তাহে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বিগ বস স্টার
আরও পড়ুন- Bollywood Gossip: প্লাস্টিক সার্জারি কেবল গুজব, লুক পরবর্তীতে কোন সাফাই দিলেন বাণী
আরও পড়ুন- Salman Khan Dark Secrete: কয়েদি নম্বর ১০৬, এই পরিচয়েই জেলে রাত কাটিয়েছিলেন সলমন খান