Sara-Ananya: সারাকে বিশ্বাস করাই ভুল অনন্যার! গোপন কথা হাটে ‘বিক্রি’ নায়িকার
Sara-Ananya: সারা আলি খান ও অনন্যা পাণ্ডে--- দু'জনেই জেন ওয়াইয়ের পছন্দের অভিনেত্রী। কাজের কারণে দু'জনের মধ্যে সদ্ভাব থাকলেও এবার সারার সঙ্গে সুসম্পর্কের জেরে বড় খেসারত দিতে হল অনন্যা পান্ডেকে। যা গোপন করতে চেয়েছিলেন এতদিন, সেই কথাই ফাঁস হয়ে গেল তাঁর। কী করে?
সারা আলি খান ও অনন্যা পাণ্ডে— দু’জনেই জেন ওয়াইয়ের পছন্দের অভিনেত্রী। কাজের কারণে দু’জনের মধ্যে সদ্ভাব থাকলেও এবার সারার সঙ্গে সুসম্পর্কের জেরে বড় খেসারত দিতে হল অনন্যা পান্ডেকে। যা গোপন করতে চেয়েছিলেন এতদিন, সেই কথাই ফাঁস হয়ে গেল তাঁর। কী করে? করণ জোহরের টক শো ‘কফি উইদ করণ’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা পান্ডে ও সারা আলি খান। সেখানেই করণ সারা আলি খানকে জিজ্ঞাসা করেন, ‘কী এমন জিনিস যা তোমার নেই অথচ অনন্যার কাছে আছে?” এক মুহূর্ত চিন্তা না করেই সারা উত্তর দেন ‘এ নাইট ম্যানেজার’। এই কথা শোনামাত্রই লজ্জায় লাল হয়ে যান অনন্যা পান্ডে। হবেন নাই বা কেন?
অনন্যা পান্ডে যে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলিউডে এই খবর আর নতুন নেই। নিজেরা স্বীকার না করলেও মাঝেমধ্যেই চলছে মালদ্বীপ ট্রিপ। কিছু দিন আগে দু’জনের ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়েছিল। তাতে যদিও অস্বস্তিতে পড়েছিলেন দু’জনেই। এরকমই একটা সময় সারা পরোক্ষে ভাবে বলে দিলেন, অনন্যা-আদিত্য সম্পর্কে রয়েছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েবসিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। ওই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনীল কাপুর, আদিত্য রায় কাপুর ও শোভিতা ধুলিপালা। সেই প্রসঙ্গই এবার টেনে আনলেন সারা। জানিয়ে দিলেন অনন্যার জীবনের ‘নাইট ম্যানেজার’টি আদপে কে?
ঘটনায় হকচকিয়ে যান অনন্যা। সারা যে সবার সামনে এই সব বলে দিতে পারেন, তা একেবারেই বিশ্বাস করতে পারেননি তিনি। এই ভিডিয়ো সামনে আসতেই অনন্যার ভক্তরা বেজায় চটেছেন সারার উপর। তাঁদের বক্তব্য, “অনন্যা বা আদিত্য কেউই এই সম্পর্কের কথা এত তাড়তাড়ি বলতে চাননি। আপনি তো অনন্যার বন্ধু। কী করে বন্ধুর প্রেমের কথা এ ভাবে সবার সামনে বলে দিলেন?” অন্যদিকে সারার ভক্তদের বক্তব্য, “খোলাখুলি কিছুই বলেননি সারা। আর তা ছাড়া তাঁরা যে প্রেম করছেন গত সিজনে করণই বলে দিয়েছিলেন এই কথা।” এর আগে অনন্যার জীবনে এসেছে বহু পুরুষ। আদিত্যের আগে ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে ছিলেন। ওদিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে জড়িয়েছে একাধিক অভিনেত্রীর নাম। অনন্যা ও আদিত্যের বয়সের ফারাক অনেকটাই। প্রেমটা কতদূর এগিয়ে যায়, এখন সেটাই দেখার।