Kajol: ২৯ বছরের ‘উধারকি জিন্দেগি’, কাজলের জীবন পাল্টে যায় পলকে
Kajol: পাল্টে গিয়েছিল কাজলের একাধিক সমীকরণ। জীবন হোক কিংবা কেরিয়ার। তালিকা থেকে বাদ পড়েনি সেই সময় কিছুই। বড় সিদ্ধান্ত নিয়েছিলেন কাজ। সেই ছবি করার সময়ই কাজলের আত্ম উপলব্ধি ঘটে। ঠিক কী ঘটেছিল ২৯ বছর আগে, নিজেই জানালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন নিজের সমস্ত আবেগ।
উধার কি জিন্দেগি, এক কথায় যদি বলা হয়, তবে অনেকেই হয়তো মনে করতে পারবেন না এটা ঠিক কী। কিন্তু একটা সময় এই ছবিটাই কাজলের জীবন রাতারাতি পাল্টে দিয়ে গিয়েছিল। পাল্টে গিয়েছিল কাজলের একাধিক সমীকরণ। জীবন হোক কিংবা কেরিয়ার। তালিকা থেকে বাদ পড়েনি সেই সময় কিছুই। বড় সিদ্ধান্ত নিয়েছিলেন কাজ। সেই ছবি করার সময়ই কাজলের আত্ম উপলব্ধি ঘটে। ঠিক কী ঘটেছিল ২৯ বছর আগে, নিজেই জানালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন নিজের সমস্ত আবেগ।
কাজলের পোস্টে এদিন ঠিক কী ছিল?
আজ আমার ছবি উধার কি জিন্দেগির ২৯ বছর পূর্তি, এবং এর কোনও শর্ট ফর্ম নেই। এটি বেশিরভাগ মানুষের স্মৃতি থেকেই মুছে গিয়েছে, তবে আমার জন্য এর মর্যাদা সব সময় থাকবে। আমার কেরিয়ার এবং আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠে ছিল এই ছবি। আমি এক কথায় নিজেকে জ্বালিয়ে ছিলাম, এবং আমি নিজেকে অনেক বেশি টার্গেট দিয়েছিলাম, আর এটা পাল্টানোর জন্য আমায় অনেক কিছু করতে হয়েছিল।”
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, কাজলের কথায়, “আমি ২০ বছর বয়সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম এবং স্থির করেছিলাম যে, আমি একটি বিরতি নেব এবং কাজের আরও ভাল ফ্লোর যোগ্য তৈরি হয়ে উঠব। পরিকল্পনা মতই আমি এগিয়ে গিয়েছিলাম এবং ঠিক তাই করেছি যেমনটা চেয়েছিলাম। আমি এমন ফিল্ম করেছি সেই সময় যেগুলির সত্যি কোনও প্রয়োজন ছিল না। আমার ভিতর থেকে তখন এই উপলব্ধি হয়, শিখেছি কীভাবে নিজেকে আরও ভালভাবে সচল করে তুলতে হয়। আরও গুরুত্বপূর্ণভাবে আমার নিজের ইচ্ছে পূরণ করতে হয়, যাতে আমার মনে হয় আমার আরও কিছু দেওয়ার ছিল… আমি আজও সেই বিষয়টি অনুশীলন করে চলেছি। তাই এই বিশেষ দিনে একটি পোস্ট দরকার, এই অতি দ্রুত-গতির পৃথিবীতে আমরা সকলেই অনুস্মরক।