Tamannah-Vijay Marriage: বয়স বাড়ছে তামান্নার; শীর্ঘ্রই তাঁকে পাত্রস্থ করতে চাইছেন পরিবার; কতখানি প্রস্তুত প্রেমিক?
Tamannah-Vijay Marriage: বয়স বেড়ে যাচ্ছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার। আর সেই কারণেই বাড়ি থেকে চাপ আসছে বিয়ের জন্য। তেমনি একটি খবর রটেছে হাওয়ায়। সামনেই নাকি অভিনেত্রীর বিয়ে। তাঁর বয়স হয়েছে ৩০। বাড়ির লোক আর অপেক্ষা করতে চাইছেন না। শীঘ্রই অভিনেত্রীকে পাত্রস্থ করতে পারলে তাঁদের শান্তি। এদিকে পাত্র যে প্রস্তুত। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তামান্না ভাটিয়া। অনেকদিন ধরেই মেলামেশা চলছে তাঁদের।
বয়স বেড়ে যাচ্ছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার। আর সেই কারণেই বাড়ি থেকে চাপ আসছে বিয়ের জন্য। তেমনি একটি খবর রটেছে হাওয়ায়। সামনেই নাকি অভিনেত্রীর বিয়ে। তাঁর বয়স হয়েছে ৩০। বাড়ির লোক আর অপেক্ষা করতে চাইছেন না। শীঘ্রই অভিনেত্রীকে পাত্রস্থ করতে পারলে তাঁদের শান্তি। এদিকে পাত্র যে প্রস্তুত। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তামান্না ভাটিয়া। অনেকদিন ধরেই মেলামেশা চলছে তাঁদের।
বয়স বেড়ে যাচ্ছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার। আর সেই কারণেই বাড়ি থেকে চাপ আসছে বিয়ের জন্য। তেমনি একটি খবর রটেছে হাওয়ায়। সামনেই নাকি অভিনেত্রীর বিয়ে। তাঁর বয়স হয়েছে ৩০। বাড়ির লোক আর অপেক্ষা করতে চাইছেন না। শীঘ্রই অভিনেত্রীকে পাত্রস্থ করতে পারলে তাঁদের শান্তি। এদিকে পাত্র যে প্রস্তুত। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তামান্না ভাটিয়া। অনেকদিন ধরেই মেলামেশা চলছে তাঁদের।
কবে বিয়ে করছেন তো তামান্না? কবে একসঙ্গে থাকতে শুরু করছেন বিজয়ের সঙ্গে? তাই নিয়ে জল্পনা সর্বত্র। এ ব্যাপারে মুখ খোলেননি তারকাদের কেউই। কবে বিয়ে করছেন তাঁরা–এ ব্যাপারে কিছুই জানা যায়নি এ পর্যন্ত। তবে ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, দুই বাড়িতেই বিয়ের সানাই বেজে গিয়েছে। প্রস্তুতি নাকি তুঙ্গে। শীঘ্রই নাকি চার হাত এক হবে এবং জানা যাবে বিয়ের তারিখও।
তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মা একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কিছুদিন আগেই। ‘লাস্ট স্টোরিজ় ২’ অ্যাননথোলজিক্যাল সিরিজ়ে কাজ করতে গিয়ে একে-অপরের কাছাকাছি এসেছিলেন বিজয়ে এবং তামান্না। তারপর থেকেই সর্বত্র দেখা যেত তাঁদের। দুই প্রতিভাবান তারকার মেলামেশা দেখে অনুরাগীরাও বেজায় খুশি।