Bobby Deol: স্ত্রীকে এভাবে ধর্ষণ! ‘একটা কথাও না বলে আমি…’, মুখ খুললেন ববি
Bobby Deol: নির্মমতার সমস্ত সীমারেখা পার করে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল'। ছবি দেখে এমনটাই মত নেটিজেনদের একটা বড় অংশের। ছবিতে ববি দেওল ওরফে আবরার হককে দেখে শিউরে উঠেছেন সাধারণ--- তাঁর হাবভাব, আচার আচরণ দেখে ঘুম উড়েছে অনেকেরই।
নির্মমতার সমস্ত সীমারেখা পার করে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’। ছবি দেখে এমনটাই মত নেটিজেনদের একটা বড় অংশের। ছবিতে ববি দেওল ওরফে আবরার হককে দেখে শিউরে উঠেছেন সাধারণ— তাঁর হাবভাব, আচার আচরণ দেখে ঘুম উড়েছে অনেকেরই। ছবিতে দেখা গিয়েছে স্ত্রীকে জোর খাটাচ্ছেন তিনি। রয়েছে ধর্ষণের দৃশ্যও। ‘ম্যারিটাল রেপ’ অর্থাৎ বৈবাহিক জীবনে ধর্ষণ নিয়ে বিশ্বজু্ড়ে নানা আলোচনা। তারই মধ্যে এমন এক চরিত্রে অভিনয়! নিজেকে কী বুঝিয়েছিলেন ববি?
তাঁর কথায়, “যখন থেকে নিজের চরিত্রটা সম্পর্কে শুনেছি, আমি জানতাম চরিত্রটাকে নিয়ে অনেক কিছু করতে পারি আমি।”গোটা ছবিতে ববি নির্বাক। তা সত্ত্বেও শুধুমাত্র মুখের অভিব্যক্তির সাহায্যে সবটা ফুটিয়ে তোলা মুখের কথা নয়! ববি পেরেছেন। তাঁর কথায়, “কথা না বলার কারণে আমার মধ্যে অদ্ভুত এক শক্তিও ফুটে উঠেছিল। আর তা ছাড়া আমি তো অভিনয় করছিলাম। মনের ভিতরে কোনও বাধা ছিল না।” তিনি যোগ করেন, “এমন একজনের চরিত্রে অভিনয় করেছি যিনি শয়তান, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।” তবে ব্যক্তিগত জীবনের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছেন ববি। দীর্ঘ দিন কাজ পাননি ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর সাফল্য তাঁর জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। একের পর কাজ আসছে এই মুহূর্তে। ‘লর্ড ববি’ রয়েছেন সপ্তম স্বর্গে।