‘খারাপ লাগেনি বললে…’, অনুপমের অতীত নিয়ে যা বললেন প্রশ্মিতা
Anupom Roy Marriage: আপাতত তিনি অপেক্ষা করছেন ২ মার্চের দিকে। নতুন ভাবে জীবন শুরু করার অপেক্ষায় অনুপম-প্রশ্মিতা। কবে থেকে চেনাশোনা তাঁদের? কবে থেকেই বা প্রেম?
লাইমলাইটে আসতে চাননি স্বইচ্ছায়। বহুদিন ধরেই টলিউডকে বহু হিট উপহার দিয়েছেন প্রশ্মিতা পাল। অথচ অনেকেই এ যাবৎ জানতেন না, গানগুলি আদপে তাঁর! অনুপম রায়কে আগামী ২ মার্চ বিয়ে করছেন প্রশ্মিতা। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী যখন দ্বিতীয় বার পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন তখন তা নিয়ে কম আলোচনা হয়নি। ঘরভাঙানি তকমা থেকে শুরু বন্ধুর স্ত্রী হরণ– ইত্যাদি নানা তকমা জুটেছিল পরমব্রত। অনুপমের প্রতি সে সময় সহানুভূতিশীল হওয়া গোষ্ঠী তাঁর বিয়ের খবর শুনে যদি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে দেন নেতিবাচক প্রতিক্রিয়া? তবে? টিভিনাইন বাংলাকে প্রশ্মিতা জানালেন, ট্রোল হবে তা জানেন। মানসিক প্রস্তুতিও রয়েছে। অন্যদিকে পরম-পিয়া-অনুপম বিতর্ক নিয়ে তাঁর বক্তব্য, “নেতিবাচক মন্তব্যে খারাপ লাগেনি তা বললে ভুল বলা হবে। তবে আমি তো ওই বিষয় প্রত্যক্ষ ভাবে জড়িত নয়। তাই এই নিয়ে কিছু মন্তব্য করাও ঠিক হবে না।”
আপাতত তিনি অপেক্ষা করছেন ২ মার্চের দিকে। নতুন ভাবে জীবন শুরু করার অপেক্ষায় অনুপম-প্রশ্মিতা। কবে থেকে চেনাশোনা তাঁদের? কবে থেকেই বা প্রেম? তাঁর উত্তর, “আসলে একই পেশা হওয়ার কারণে বহুদিন ধরেই আমি চিনি অনুপমকে। সম্পর্ক কবে থেকে তা যদি জানতে চান, তবে বলা ভাল, এই এক বছর। তবে এটা নিয়ে আলোচনা হোক চাইনি।” অন্যদিকে অনুপম বললেন, “একটাই অনুষ্ঠান করছি। ২ মার্চ। কলকাতাতেই… টলিউড নয়, পরিবারের মানুষেরাই হাজির থাকবেন, সবাইকে ধন্যবাদ এত শুভেচ্ছার জন্য।”
না, প্রেম প্রস্তাব কেউই কাউকে দেননি। বরং, না বলতেই যেন হয়ে গিয়েছে সবটা। এবার শুধু আর কয়েক দিনের অপেক্ষা, এর পরেই এক হবে চার হাত।