প্রিয়াঙ্কা যখন দায়িত্বশীল মা,মেয়েকে ক্যামেরার ঝলসানি থেকে কী ভাবে বাঁচালেন?
দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। উপলক্ষ ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে। মঙ্গলবার, মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়ে প্রি-ওয়েডিং সেলিব্রেশনে অংশ নেন নায়িকা। গাড়িতে বসে থাকার সময় পাপারাৎজিরা নায়িকার ছবি তোলার চেষ্টা করলে, প্রিয়াঙ্কা ক্যামেরার ফ্ল্যাশের আলো যাতে মালতির চোখে না পড়ে।

দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। উপলক্ষ ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে। মঙ্গলবার, মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়ে প্রি-ওয়েডিং সেলিব্রেশনে অংশ নেন নায়িকা। গাড়িতে বসে থাকার সময় পাপারাৎজিরা নায়িকার ছবি তোলার চেষ্টা করলে, প্রিয়াঙ্কা ক্যামেরার ফ্ল্যাশের আলো যাতে মালতির চোখে না পড়ে। তা আড়াল করতে তাঁর হাত দিয়ে মেয়ের চোখ ঢেকে দেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যায়, ফটোগ্রাফাররা যখন একসঙ্গে অনেকগুলো ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে দেন, তখন প্রিয়াঙ্কা অত্যন্ত যত্ন সহকারে মালতিকে সুরক্ষিত রাখেন। তাঁর এই স্নেহপূর্ণ আচরণে নেটিজেনরা প্রিয়াঙ্কাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে পাপারাৎজিদের অত্যাধিক উৎসাহের জন্য তাদের সমালোচনাও করেছেন।
দেশে এসে প্রথমে প্রিয়াঙ্কা কিছুদিন হায়দরাবাদে ছিলেন। সেখান থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি তেলুগু সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে কাজ করতে যাচ্ছেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এক সপ্তাহ হায়দরাবাদে কাটিয়ে, প্রিয়াঙ্কা সপ্তাহান্তে মুম্বইয়ে এসে তাঁর ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের উদযাপন শুরু করেন। তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি তাঁর ভাইয়ের সঙ্গীত অনুষ্ঠানে নাচের মহড়া উপভোগ করতে দেখা গেছেন।





