ভারত ছাড়ার আগে তিক্ত অভিজ্ঞতা! হাত দেখিয়ে নিক জোনাস বললেন…

Nick Jonas: ছবি তোলার জন্য অনুরোধ, 'নিক-নিক, প্রিয়াঙ্কা-প্রিয়াঙ্কা' বলে তারস্বরে চিৎকারের কারণে কার্যত বিরক্তই হয়ে পড়েন নিক।

ভারত ছাড়ার আগে তিক্ত অভিজ্ঞতা! হাত দেখিয়ে নিক জোনাস বললেন...
হাত দেখিয়ে নিক জোনাস বললেন...
Follow Us:
| Updated on: Mar 31, 2024 | 3:50 PM

স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মেয়ে মালতি মেরী চোপড়া জোনাসকে নিয়ে ভারতে এসেছিলেন হলিউড গায়ক নিক জোনাস। দীর্ঘ দিন ভারতে ছিলেন তাঁরা। একসঙ্গে কাটিয়েছেন দোলযাত্রা। অবশেষে ফিরে যাওয়ার পালা। কথায় বলে, ‘সব ভাল তাঁর, শেষ ভাল যার’– তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে সব কি আদপে ভাল হল নিকের? ভিডিয়ো কিন্তু তেমনটা বলছে না। ঠিক কী ঘটেছে? স্ত্রী-মেয়েকে নিয়ে নির্ধারিত সময়েই বিমানবন্দরে পৌঁছেছিলেন নিক। হাজির করে পাপারাৎজি। ওদিকে মালতি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু পাপারাৎজি কি আর চুপ করে থাকার পাত্র?

ছবি তোলার জন্য অনুরোধ, ‘নিক-নিক, প্রিয়াঙ্কা-প্রিয়াঙ্কা’ বলে তারস্বরে চিৎকারের কারণে কার্যত বিরক্তই হয়ে পড়েন নিক। এর পরেই মুখে আঙুল দিয়ে ছবি শিকারিদের চুপ থাকার জন্য অনুরোধ করতে থাকেন। তবে কে শোনে কার কথা? চুপ থাকেননি ওঁরা। বিরক্ত হয়ে ওঠেন নিক। যদিও ছবি তোলার সময় না দিয়েই ভারত ছাড়েন তাঁরা।

View this post on Instagram

A post shared by Patty Cardona (@jerryxmimi)

২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। দেখতে দেখতে তাঁদের বিয়ে অনেকগুলো বছর কেটে গেল। তাঁদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। প্রিয়াঙ্কার থেকে প্রায় দশ বছরের ছোট নিক জোনাস। সেই নিয়ে হয়েছে তুমুল তুলোধনা। তবে এই গসিপ তাঁদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি। একসঙ্গে ভাল আছেন তাঁরা, আছেন ভালবাসায়।