Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কোনও নির্দিষ্ট নিয়ম নেই’, সিনেপাড়ায় কোন শর্ত মেনে চলেন রাধিকা?

Radhika Apte: এই স্টেরিওটাইপ কি ভাঙা সম্ভব? না কি তিনি অন্য চরিত্রে কাজ পান না? এই প্রসঙ্গে রাধিকার যুক্তি, অভিনয়টা এখন ফ্রিল্যান্সিং-এ পরিণত হয়েছে। তাই যা চাই তাই পাওয়া সম্ভব নয়। আর প্রত্য়াখ্যানটা অভিনেতাদের কাজেরই অংশ।

'কোনও নির্দিষ্ট নিয়ম নেই', সিনেপাড়ায় কোন শর্ত মেনে চলেন রাধিকা?
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 7:01 PM

বলিউডের অন্য়ধারার অভিনেত্রীদের মধ্য়ে অন্যতম রাধিকা আপতে। তাঁর পরিণত অভিনয় মুদ্ধ করে দর্শককে। তবে ইদানিং বেছে-বেছে বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে কি সব চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না? না কি নিজেই বেঁছে নিচ্ছেন পছন্দের চরিত্র? নেপথ্য়ের কারণ কী? একবার ‘জ়ুম ডিজিটাল’কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন রাধিকা। বললেন, “প্রত্য়াখ্য়ান আমাদের কাজেরই অংশ।”

এই প্রসঙ্গে সম্পর্কিত ‘জুম ডিজিটাল’-এর মুখোমুখি হয়ে রাধিকা জানান, অভিনয়টা এখন ফ্রিল্যান্সিং। তাঁকে প্রশ্ন করা হয় কমার্শিয়াল ছবি করার গুরুত্ব ঠিক কতটা তাঁর কাছে? উত্তরে অভিনেত্রী বলেন, “প্রোজেক্টের উপর সেটা নির্ভর করে। এটার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। ” একই রকম চরিত্রে বার-বার ফিরে আসেন রাধিকা। এই স্টেরিওটাইপ কি ভাঙা সম্ভব? না কি তিনি অন্য চরিত্রে কাজ পান না? এই প্রসঙ্গে রাধিকার যুক্তি, অভিনয়টা এখন ফ্রিল্যান্সিং-এ পরিণত হয়েছে। তাই যা চাই তাই পাওয়া সম্ভব নয়। আর প্রত্য়াখ্যানটা অভিনেতাদের কাজেরই অংশ।

তাঁর একাধিক কাজের মধ্য দিয়ে মহিলাদের নিয়ে তথাকথিত স্টেরেওটাইপকে ভাঙার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রাধিকা জানান, “আমাদের দেশের মহিলারা নয় কাজ করেন, নইলে গৃহবধূ। দু’পক্ষই সমানতালে সবটা সামলান। আমি মনে করি এটা থ্যাঙ্কলেস জব। তবে কাজটা ভাগাভাগি করে নেওয়া প্রয়োজন। শুধু তাই নয় বরাবরই ব্য়াক্তি স্বাধীনতায় বিশ্বাসী রাধিকা। তাঁর কথায় উঠে আসে নারীদের স্বাধীনতার প্রসঙ্গও। বললেন, “মেয়েদের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। যা তাঁরা নিজেরাই নিজেকে দেবেন।”