বক্স অফিসে সুনামি, কত কোটির ব্যবসা করল নতুন নায়ক-নায়িকার ‘সাইয়ারা’?
অহনের সঙ্গে চাঙ্কি পাণ্ডের যোগ রয়েছে। অনন্যা পাণ্ডের তুতো ভাই হচ্ছেন অহন। মানে তিনি বলিউডের বিভিন্ন খুঁটিনাটির সঙ্গে পরিচিত প্রথম থেকেই। তবে ডেবিউ ছবিতে অহন যে এমন ঝড় তুলতে পারেন, সেটা প্রত্যাশা করেননি বলিউডের নামী সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। কিন্তু জেন জি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন অহন আর অনীত।

ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবিটা ২০২৫-এ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা করেছে। কিন্তু তারপর যে ছবি বক্স অফিসে সুনামি নিয়ে এলো, সেটা হলো মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। ছবিটা দেশে শুক্রবার ২২ কোটি টাকার ব্যবসা করেছে। শনিবার এই ছবির ব্যবসা হয়েছে ২৬.২৫ কোটি টাকার। আর রবিবার ৩৫.৭৫ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে এই ছবি। সবচেয়ে বড় কথা ছবির নায়ক অহন পাণ্ডে আর ছবির নায়িকা অনীত পাড্ডা।
অহনের সঙ্গে চাঙ্কি পাণ্ডের যোগ রয়েছে। অনন্যা পাণ্ডের তুতো ভাই হচ্ছেন অহন। মানে তিনি বলিউডের বিভিন্ন খুঁটিনাটির সঙ্গে পরিচিত প্রথম থেকেই। তবে ডেবিউ ছবিতে অহন যে এমন ঝড় তুলতে পারেন, সেটা প্রত্যাশা করেননি বলিউডের নামী সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। কিন্তু জেন জি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন অহন আর অনীত। অনেকে মনে করছেন বলিউডে অহন লম্বা দৌড়ের ঘোড়া হতে চলেছে। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা এখন মনে করছেন, ছবিটি ৩০০ কোটি টাকার ব্যবসা অবধি ছুঁয়ে ফেলতে পারে দেশে।
আমির খানের ‘সিতারে জমিন পর’ বা অক্ষয় কুমারের ‘হাউজফুল ফাইভ’-এর মতো ছবির প্রথম তিনদিনের ব্যবসাকে টেক্কা দিল নতুন দুই নায়ক-নায়িকার ছবির ব্যবসা। অজয় দেবগণের ‘রেড টু’ ছবির ব্যবসাকেও টপকে যাবে এই ছবির ব্যবসা। সব মিলিয়ে ছবিটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। অনেকে মনে করছেন, এমন প্রেমের ছবি দেখার অপেক্ষায় ছিলেন নতুন প্রজন্ম। আগামী দিনে অহন-অনীত আরও হিট ছবি উপহার দিতে পারবেন কিনা, সেটাই দেখার অপেক্ষা।
