ঠিক কী কারণে শাহরুখ ছেলের নাম রেখেছেন আব্রাম?
Shah Rukh Khan: শাহরুখের চোখের মণি হল তাঁর ছোট ছেলে আব্রাম খান। তার জন্মের পর থেকে বাদশা যেখানে যান সেখানে সঙ্গে নিয়ে যান আব্রামকে। বাবা-ছেলের নানা ভিডিয়ো ভাইরালও হয়েছে অনেক সময়। সরোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল আব্রামের। তারপরেও কম বিতর্ক হয়নি৷
শাহরুখের চোখের মণি হল তাঁর ছোট ছেলে আব্রাম খান। তার জন্মের পর থেকে বাদশা যেখানে যান সেখানে সঙ্গে নিয়ে যান আব্রামকে। বাবা-ছেলের নানা ভিডিয়ো ভাইরালও হয়েছে অনেক সময়। সরোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল আব্রামের। তারপরেও কম বিতর্ক হয়নি৷ শোনা গিয়েছিল ছোট ছেলেকে নিয়ে খুব একটা খুশি নন মা গৌরী খান৷ এক কালে গৌরীর সঙ্গে তাঁর ছোট ছেলে দেখাই যেত না। তবে সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে৷
অনেকের মনে প্রশ্ন ছোট ছেলের নাম কেন আব্রাম রেখেছেন কিং খান? সেই উত্তর দেন নায়ক নিজেই৷ এক অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ। সেখানেই এই প্রশ্নটি করা হয় অভিনেতাকে। এড়িয়ে না গিয়ে স্পষ্ট জবাব দেন বাদশা। তিনি বলেন, “আসলে আমার দেশের মতো, আমার বাড়িতেও আমি ধর্মনিরপেক্ষতা রাখতে চেয়েছি। আমি মুসলিম, আমার বউ হিন্দু। তাই আমার সন্তানদের নামে বিষয়েও সেই ধারা মেনেছি। হজরত ইব্রাহিমের আরেক নাম আব্রাহম। যা বাইবেলে রয়েছে। আবার অন্যদিকে ইহুদিদের কাছে এই আব্রাহমই হল আব্রাম। অনেকই হয়তো এর সমালোচনা করবেন। কিন্তু আমাদের পরিবার এভাবেই ভাবে।”