AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাতীয় পুরস্কারের নগদ টাকা পুরো পেলেন না শাহরুখ, কেন জানেন?

এই পুরস্কার শাহরুখ খানের মুকুটে এক নতুন পালক। এর আগে তিনি পদ্মশ্রী, ফ্রান্সের ‘অর্দ্রে দে আর্ত এ দে লেত্র’ এবং ‘লেজিওঁ দ’নর’সহ একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। কিন্তু এত বছরে, এত আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও, এবারই প্রথম তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হাতে তুলে নিলেন।

জাতীয় পুরস্কারের নগদ টাকা পুরো পেলেন না শাহরুখ, কেন জানেন?
| Edited By: | Updated on: Sep 23, 2025 | 5:39 PM
Share

অবশেষে জাতীয় স্বীকৃতি পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করার পর, “জওয়ান” ছবি সেরার সেরা সম্মান এনেদিল কিং খানকে। এই অভিনয়ের জন্যে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করলেন কিং। অ্যাটলি পরিচালিত এই ছবি ২০২৩ সালের অন্যতম ব্লকবাস্টার, যা দেশের বুকে প্রায় ৬৪০ কোটি টাকার ব্যবসা করেছিল এবং বিশ্বে ১০০০ কোটি ছাপিয়ে ছিল বক্স অফিস কালেকশন।

এই পুরস্কার শাহরুখ খানের মুকুটে এক নতুন পালক। এর আগে তিনি পদ্মশ্রী, ফ্রান্সের ‘অর্দ্রে দে আর্ত এ দে লেত্র’ এবং ‘লেজিওঁ দ’নর’সহ একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। কিন্তু এত বছরে, এত আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও, এবারই প্রথম তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হাতে তুলে নিলেন। মঙ্গলবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শাহরুখ খানের হাতে তুলে দেওয়া হল এর মানপত্র। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড়। আবেগঘন কিং অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে শুভেচ্ছার বন্যা। তালিকা থেকে বাদ পড়লেন না শাহরুখের খানের জীবন সঙ্গী গৌরী খান। সোশ্যাল মিডিয়ায় স্বামীকে ভালবাসায় ভরাতেন তিনি।

View this post on Instagram

A post shared by Gauri Khan (@gaurikhan)

তবে পুরস্কার হাতে উঠলেও শাহরুখ খান পাচ্ছেন না নগদের সম্পূর্ণ টাকা। নগদ অর্থ ভাগ করে নিতে হচ্ছে তাঁকে। কারণ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার– এই বিভাগে ২০২৩ সালে বিজেতা দুই। অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে, যিনি “12th ফেল” ছবিতে অনবদ্য অভিনয় করেছেন, তিনিও শাহরুখের সঙ্গে একই পুরস্কার পেলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়ম অনুযায়ী, যৌথ বিজয়ের ক্ষেত্রে দুইজনই আলাদা আলাদা মেডেল ও সনদ পেলেও, ২ লক্ষ টাকার নগদ পুরস্কারটি সমানভাবে ভাগ করে নেওয়া হয়। ফলে শাহরুখ ও বিক্রান্ত প্রত্যেকে পাবেন ১ লক্ষ টাকা করে।