ফারহানের জন্মদিনে ‘কিউট’ উইশ করলেন প্রেমিকা শিবানি ডান্ডেকার
কিন্তু এখনও বয়সের ছাপ পড়েনি চোখেমুখে।জন্মদিনে একের পর এক সেলেবস্টারেরা বার্থডে উইশ করেছেন। ক্যাটরিনা, অনুষ্কা, করিনা কাপুর কে নেই সে লিস্টে!
প্রযোজক। অভিনেতা। পরিচালক। চিত্রনাট্যকার। গায়ক। টেলিভিশন হোস্ট! তিনিই সব ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এবং প্রতি ভূমিকাতে তিনি ইংরেজি ভাষায় ‘টু গুড’। তিনি ফারহান আখতার (Farhan Akhtar)। তাঁর বয়স বেড়ে হল ওই সাতচল্লিশ। কিন্তু এখনও বয়সের ছাপ পড়েনি চোখেমুখে।জন্মদিনে একের পর এক সেলেবস্টারেরা বার্থডে উইশ করেছেন। ক্যাটরিনা, অনুষ্কা, করিনা কাপুর কে নেই সে লিস্টে!
ফারহানও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। নিজের জীবনের খুঁটিনাটি নিয়মিত পোস্ট করেন ইনস্টা হ্যান্ডেলে। শরীরচর্চার ভিডিও থেকে প্রেমিকার ছবি। কিছুদিন আগে প্রেমিকা শিবানী ডান্ডেকারের (Shibani dandekar) ছবি পোস্ট করেছেন ইনস্টাতে।
View this post on Instagram
আর আজ তাঁর প্রেমিকা শিবানি ডান্ডেকার এক কিউট ছবি পোস্ট করে ফারহানকে বার্থডে উইশ করলেন। শিবানি লেখেন, ‘হে আমার জীবনের ভালবাসা, আমার প্রিয় বন্ধু, আমার লুডো পার্টনার, তুমি ছাড়া এ জীবন কীভাবে চলবে জানতাম না…আমি ভাগ্যবান তোমার হাত ধরেছো এবং আমার পিছনে সমস্ত কিছু সামলেছ বলে। তুমি সুন্দর, প্রতিভাবান, অবিশ্বাস্য একজন শিল্পী এবং আমার দেখা সবচেয়ে ভাল মানুষ। ধন্যবাদ আমার হওয়ার জন্য। শুভ জন্মদিন আমার ফু’
ছবিতে ফারহান শার্টলেস। শিবানি পরে আছেন বিকিনি টপ। বোঝা যাচ্ছে, পরস্পরের সঙ্গে দারুণ এক সময় কাটাচ্ছেন। বলিউডে খবর খুব তাড়াতাড়ি চারহাত এক হতে চলেছে। তবে তার আগে সোশ্যাল মিডিয়ায় তাঁদের পিডিএ-র বেশ ভালই উপভোগ করছেন ফ্যানকূল।
View this post on Instagram
বহুদিন ফারহানকে পর্দায় দেখা যায়নি। তবে, রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘তুফান’-এ অভিনয় করছেন ফারহান আখতার।