বেবিবাম্পের ছবি শেয়ার করলেন শ্রেয়া, সোশ্যাল মিডিয়ায় আদরের ঢল

এ মাসেরই মার্চ মাসে প্রথমবার মা হওয়ার সুখবর সবার সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন শ্রেয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “ ‘আপনাদের সকলের সঙ্গে এই খবরটা শেয়ার করতে আমার আর শিলাদিত্যর খুবই উত্তেজনা হচ্ছে। জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’ শুভেচ্ছায় ভেসে গিয়েছিল তাঁর ইনস্টাগ্রামের দেওয়াল।

বেবিবাম্পের ছবি শেয়ার করলেন শ্রেয়া, সোশ্যাল মিডিয়ায় আদরের ঢল
শ্রেয়া ঘোষাল।
Follow Us:
| Updated on: Mar 28, 2021 | 3:38 PM

পোশাকের রঙ ধূসর। কিন্তু মনের রং নয়। খোলা চুল আর গোলাপি লিপস্টিকে উপচে পড়ছে প্রেগন্যান্সি গ্লো। দোলের দিনে এভাবেই ধরা দিলেন হবু মা শ্রেয়া ঘোষাল। প্রকাশ্যে এল তাঁর বেবি বাম্প।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন, “জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করছি। ভগবানের মিরাকল।” শ্রেয়ার অনুরাগীরাও একবাক্যে স্বীকার করে নিয়েছেন শ্রেয়া যেন আগের থেকে আরও বেশি ‘সুন্দর’। গা চুইয়ে পড়ছে স্নিগ্ধতা।

এ মাসেরই মার্চ মাসে প্রথমবার মা হওয়ার সুখবর সবার সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন শ্রেয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “ ‘আপনাদের সকলের সঙ্গে এই খবরটা শেয়ার করতে আমার আর শিলাদিত্যর খুবই উত্তেজনা হচ্ছে। জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’ শুভেচ্ছায় ভেসে গিয়েছিল তাঁর ইনস্টাগ্রামের দেওয়াল।

আরও পড়ুন- ট্রোলবাহিনী তফাত্‍ যাও! ‘বেবি বাম্প’-এ জড়তা কাটছে সেলেব থেকে সাধারণের

শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নেবেন শ্রেয়া। স্বভাবতই খুশি তিনি। খুব তাড়াতাড়ি দুই থেকে তিন হবেন শ্রেয়া-শিলাদিত্য।