চিট ফান্ড কাণ্ডে মহাবিপদে দুই জনপ্রিয় অভিনেতা, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ
চিট ফান্ড কাণ্ডে এবার নাম জুড়ল জনপ্রিয় দুই অভিনেতার। এই দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, গ্রামের সরল মানুষদের ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন দুই চিট ফান্ড সংস্থার আড়ালে থেকে।

চিট ফান্ড কাণ্ডে এবার নাম জুড়ল জনপ্রিয় দুই অভিনেতার। এই দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, দুই চিট ফান্ড সংস্থার আড়ালে গ্রামের সরল মানুষদের ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই দুই অভিনেতা হলেন শ্রেয়স তলপড়ে ও অলোক নাথ। তবে শুধুই শ্রেয়স বা অলোকনাথ নন, উত্তরপ্রদেশের এই প্রতারণার মামলায় নাম জুড়েছে আরও ১৩ জনের।
খবর অনুযায়ী, থ্রিফট কোঅপারেটিভ সোসাই লিমিটেড এবং লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট নামে দুই সংস্থার সঙ্গে যুক্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে। ওই সংস্থা দুটি মূলত গ্রামের বাসিন্দাদেরই বেছে নিত। অর্থ বিনিয়োগ করলে কম সময়ে বিপুল সুদের লোভ দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হত বলে অভিযোগ। পরে যদিও টাকা ফেরত পেতেন না গ্রাহকরা।
শ্রীনগরের মাহোবা থানায় এফআইআর দায়ের করেন এক প্রতারিত ব্যক্তি। ওই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। তাতেই উঠে আসে অভিনেতা শ্রেয়স তলপড়ে এবং অলোক নাথের নাম। দুজনে কমপক্ষে ৯ কোটি টাকা প্রতারণা করেছেন বলেই অভিযোগ।





