Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউড বক্স অফিসে ডাহা ফেল হৃত্বিক! কপাল ঘোরাতে চরম সিদ্ধান্ত নিলেন রাকেশ রোশনপুত্র

বলিউডের তিনি গ্রিক গড। ফিল্ম সমালোচকদের মতে দারুণ অভিনেতাও। তবুও হৃতিক রোশন শেষ কবে বলিউড বক্স অফিসে সুপারহিট দিয়েছেন, তা ভুলতে বসেছে দর্শক।

বলিউড বক্স অফিসে ডাহা ফেল হৃত্বিক! কপাল ঘোরাতে চরম সিদ্ধান্ত নিলেন রাকেশ রোশনপুত্র
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 1:39 PM

বলিউডের তিনি গ্রিক গড। ফিল্ম সমালোচকদের মতে দারুণ অভিনেতাও। তবুও হৃতিক রোশন শেষ কবে বলিউড বক্স অফিসে সুপারহিট দিয়েছেন, তা ভুলতে বসেছে দর্শক। সেই কবে ‘কোই মিল গয়া’, ‘কৃশ’। তারপর হৃতিকের বহু ছবি মুক্তি পেলেও তা ফ্লপ। অনেক আশা করে দীপিকার সঙ্গে জুটি বেঁধে ‘ফাইটার’ ছবি করেছিলেন হৃতিক, তবে তাও ডুবল। একের পর এক ফ্লপের ঠেলায় যখন প্রায় বিপর্যস্ত বলিউডের গ্রিক গড। তখনই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আর সেই সিদ্ধান্তের খবর পেয়ে গোটা বলিউডে হইচই কাণ্ড।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। যশরাজ ব্যানারের সঙ্গে হাত মিলিয়ে কৃশ ৪ যে তৈরি হবে, তা বহু আগেই ঘোষণা করেছিলেন রাকেশ রোশন। সেই মতো প্রস্তুতিও শুরু করেছিলেন। তবে নানা টালবাহানায় বার বার শুটিং পিছিয়ে যায়। শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে যে এতবড় কারণ লুকিয়ে ছিল, তা সম্প্রতি খোলসা করলেন রাকেশ রোশন নিজেই। সোশাল মিডিয়ায় জানিয়ে দিলেন, হৃতিক এবার আর শুধুই অভিনেতা নয়, তিনি পরিচালক। তাঁর হাতেই তৈরি হবে কৃশ ৪। হৃতিক ঘনিষ্ঠরা বলছেন, অন্য পরিচালকদের উপর ভরসা হারিয়েছেন রোশনপুত্র। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই পোস্টে রাকেশ আরও জানিয়েছেন, হৃতিকই নাকি নিজে এই দায়িত্ব কাঁধে নিয়েছেন। আর ভরসা দিয়েছেন, এই ছবি ভাল তৈরি করার। রাকেশের আশা অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে হৃতিকও পাবেন একশোতে একশো। ২০২৬ সালের শুরুতেই শুটিং ফ্লোরে দেখা কৃশ ৪ ওরফে পরিচালক হৃতিককে।