১৪ মাসেই পাক্কা মেকআপ আর্টিস্ট কন্যা দেবী; প্রমাণ দিলেন বিপাশা বসু
Devi-Bipasha-Karan: জন্মের তিনদিন পরই জানা যায়, দেবীর হৃদযন্ত্রে দুটি ফুটো রয়েছে। তৎক্ষণাৎ অস্ত্রোপ্রচার করে সেই ফুটো মেরামত করা হয়। ঘটনাটি গোটা পরিবারের থেকে লুকিয়ে রেখেছিলেন করণ-বিপাশা। দেবী এই মুহূর্তে ভাল আছে। সুস্থ আছে। এই ভিডিয়োটি সেই প্রমাণ।
সম্প্রতি ‘ফাইটার’ ছবিতে সারতাজের চরিত্রে অভিনয় করেছেন করণ সিং গ্রোভার। তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তিনি সারাক্ষণই থাকেন তাঁর কন্যা দেবীকে নিয়ে। ১৪ মাসের একরক্তি দেবী করণ এবং তাঁর স্ত্রী অভিনেত্রী বিপাশা বসুর একমাত্র সন্তান। সম্প্রতি এক কীর্তি করেছে দেবী। সেই কীর্তি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিপাশা।
বাবা-মা দু’জনেই ছবির তারকা। তাঁদের বাড়িতে সাজগোজের প্রসাধনী প্রচুর। বিপাশা-করনের ব্যক্তিগত মেকআপ রুমে বসে বাবা করণকে নিজে হাতে সাজাল দেবী। সেই ভিডিয় সোশ্যাল মিডিয়ার পর্দায় শেয়ার করেছেন বিপাশা। দেখা যাচ্ছে, মেকআপ ব্রাশ, মেকআপ স্পঞ্জ দিয়ে বাবা করণের গালে ফাউন্ডেশন ঘষছে দেবী। তা দেখে বিপাশা আনন্দে আত্মহারা। ক্যামেরার নেপথ্য থেকে তাঁর কণ্ঠ শোনা যাচ্ছে। তিনি বলছেন, “খুব সুন্দর দেবী। দেখো পাপাকে কত সুন্দর দেখাচ্ছে, হ্যান্ডসম দেখতে লাগছে।”
View this post on Instagram
জন্মের তিনদিন পরই জানা যায়, দেবীর হৃদযন্ত্রে দুটি ফুটো রয়েছে। তৎক্ষণাৎ অস্ত্রোপ্রচার করে সেই ফুটো মেরামত করা হয়। ঘটনাটি গোটা পরিবারের থেকে লুকিয়ে রেখেছিলেন করণ-বিপাশা। সদ্যজাত কন্যার এই কথাটা পরিবারের গুরুজনেরা সহ্য করতে পারবেন না। সেই কারণেই তাঁদের থে৪ মাসেই পাক্কা মেকআপ আর্টিস্ট ককে গোটা ঘটনাটা লুকিয়ে গিয়েছিলেন তারকা-যুগল। দেবী এই মুহূর্তে ভাল আছে। সুস্থ আছে। এই ভিডিয়োটি সেই প্রমাণ।