বিয়ের সকালে খানিক ফাঁক পেতেই কী করলেন সোহিনী? ছবি সামনে আসতেই…
Sohini-Sovon: কাছের বন্ধুবান্ধব ও পরিবারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে বিশেষ দিনে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁদের। তারপর থেকেই মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে নানা অদেখা মুহূর্তে ছবি কিংবা ভিডিয়ো। এবার সামনে এল কোন ছবি?
সোহিনী সরকার। সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন ভালবাসার মানুষ শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ১৫ জুলাই অভিনেত্রী সোহিনী সরকারকে বিয়ে করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার এক ফার্মহাউজ়ে সাত পাকে বাঁধা পড়েছেন জুটি। একে অন্যকে ভালবেসে বেঁধেছেন ঘর। শুরু করেছেন নতুন পথচলা। যদিও তাঁদের সম্পর্কের খবর চর্চায় থাকলেও, খবব একটা ছড়িয়ে পড়তে দেখা যায়নি তাঁদের বিয়ের কথা। বিয়ের মাত্র কয়েকদিন আগেই জানা যায়, তাঁদের সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে। কলকাতা থেকে খানিক দূরে একান্তে আইনিমতে বিয়ে সারেন তাঁরা। কাছের বন্ধুবান্ধব ও পরিবারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে বিশেষ দিনে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁদের। তারপর থেকেই মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে নানা অদেখা মুহূর্তে ছবি কিংবা ভিডিয়ো। এবার সামনে এল কোন ছবি?
বিশেষ মুহূর্ত এবার সকলের সঙ্গে ভাগ করে নিলেন সোহিনী। জীবনের সেরা দিনটিতে সকাল থেকেই ছিল খুশির আমেজ। নাচে গানে জমে উঠেছিল বিয়ের আসর। বাসর রাতে শোভনের গান সে প্রমাণ দিয়েছে আগেই, এবার সামনে এল অন্য ছবি। বিয়ের বিভিন্ন বিশেষ নিয়মের ফাঁকে সময় পেয়ে একটু মন খুলে নেটে নিলেন তিনি। পরণে লাল পার সাদা শাড়ি, সাবেকি লুকেই ধরা দিলেন ফ্রেমে, মিষ্টি সেই মুহূর্ত সকলের নজর কাড়লেন অভিনেত্রী।
View this post on Instagram
দেখে যেন চোখ ফেরানো দায়। সকলেই প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে। এদিন খুশি যেন অভিনেত্রীর চোখে মুখে ছিল স্পষ্ট। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন পলকে। ঝড়ের গতিতে ভাইরাল সেই পোস্ট। সোহিনী বরাবরই ভক্তদের নজর কেড়েছেন ছকভাঙা অভিনয়ে, যদিও এখন খানিক ছুটি, শীঘ্রই ফিরবেন সেটে।