শ্রীময়ীকে সোহাগ ভরালেন কঞ্চন, হাসপাতাল থেকে কোন ছবি এল সামনে?

Sreemoyee: সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিজীবনের নানা ছবি শেয়ারও করে থাকেন শ্রীময়ী। তা নিয়ে কে কী বলছেন, তা নিয়ে খুব একটা ভাবিত নন। বরং চোখে মুখে এখন তাঁদের কেবলই খেলে যাচ্ছে হাসি। 

শ্রীময়ীকে সোহাগ ভরালেন কঞ্চন, হাসপাতাল থেকে কোন ছবি এল সামনে?
Follow Us:
| Updated on: Nov 04, 2024 | 12:34 PM

শনিবার মা হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা তুঙ্গে। ফ্রেব্রুয়ারিতে বিয়ে, নভেম্বরেই কোলে এল সন্তান। যা নিয়ে নানা জনের নানা মত বর্তমান। তবে কটাক্ষ কিংবা ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে সংসার করতে হয়, ভাল থাকা যায়, তা প্রমাণ করে চলেছেন এই জুটি। নিজেদের মতো করে সংসার পাতা, দুই থেকে তিন হওয়া, সব সিদ্ধান্তকেই সকলের সামনে এনেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিজীবনের নানা ছবি শেয়ারও করে থাকেন শ্রীময়ী। তা নিয়ে কে কী বলছেন, তা নিয়ে খুব একটা ভাবিত নন। বরং চোখে মুখে এখন তাঁদের কেবলই খেলে যাচ্ছে হাসি।

শ্রীময়ীকে হাসপাতালে আগলে রাখছেন কাঞ্চন। সেই ছবি এবার এল প্রকাশ্যে। শ্রীময়ীকে আদর চুমুতে ভরালেন কাঞ্চন। সেই ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিলেন শ্রীময়ী। কেমন আছেন এখন তিনি? কেমন আছে তাঁদের কন্যা? TV9 বাংলা খোঁজ নিয়ে জানতে পারে, তাঁরা দুজনেই এখন সুস্থ রয়েছে। সকলের সঙ্গে কথাও বলছেন শ্রীময়ী।

সন্তান আসার আনন্দে এখন হাসি খেলছে কাঞ্চনের ঠোঁটে। দ্বিতীয়বার বাবা হলেন তিনি। বললেন, “আই অ্যাম ভেরি সরি। বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়। সেই কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন। আজ শ্রীময়ীর কিছু অসুবিধে দেখা দেয় আচমকাই। চিকিৎসক জানান আজই সিজার করতে হবে। আর দেরি করিনি। মেয়ে হয়েছে আমাদের। আমরা মেয়েই চেয়েছিলাম। কালীপুজোর সময়েই ঘরে কন্যা এল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।”