জন্মদিনে ঠোঁটে ঠোঁট, রাজের জন্য সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি শুভশ্রীর

শুভশ্রীর পোস্ট করা ছবি গতকালের পার্টির। পায়ে স্লিপার, আর সাদা-কালো হ্যান্ডলুম শাড়িই গতকাল বেছে নিয়েছিলেন রাজের 'শুভ'। রাজ পরেছিলেন গোল গলা টিশার্ট, উপরে ট্রেন্ডি শার্ট।

জন্মদিনে ঠোঁটে ঠোঁট, রাজের জন্য সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি শুভশ্রীর
একান্তে।
Follow Us:
| Updated on: Feb 21, 2021 | 4:10 PM

ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই জমে গেল পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। স্ত্রী শুভশ্রী, পরিবারের লোকজন, কাছের বন্ধুদের নিয়ে আনন্দে মেতে উঠলেন রাজ এবং তাঁর পুরো ব্যাটেলিয়ান। তবে এ সবের মধ্যেই লাইমলাইট কেড়ে নিল রাজের জন্মদিনে শুভশ্রীর খোলাচিঠি। যে চিঠিতে রাজকে নিয়ে অকপট শুভশ্রী। যে চিঠির পরতে পরতে ঝরে পড়ছে ভালবাসা।

রাজের ঠোঁটে ঠোঁট, শুভশ্রী লিখছেন, “তুমি আমার সূর্যরশ্মি, আমার চাঁদ, আমার তারা, গোটা মহাকাশ, আশা, স্বপ্ন, কষ্ট, আনন্দ, আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার প্রেমিক, আমার বর আমার সন্তানের বাবা…তোমায় খুব ভালবাসি রাজ। এই জন্মদিনে সব খুশি তোমার হোক। ভাগ্য, ভালবাসায় ভরে ওঠ তুমি… তুমি আমার সবকিছু…”।

শুভশ্রীর পোস্ট করা ছবি গতকালের পার্টির। পায়ে স্লিপার, আর সাদা-কালো হ্যান্ডলুম শাড়িই গতকাল বেছে নিয়েছিলেন রাজের ‘শুভ’। রাজ পরেছিলেন গোল গলা টিশার্ট, উপরে ট্রেন্ডি শার্ট। পার্টিতে হাজির ছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও। তাঁর শেয়ার করা ফেসবুক স্টোরিতেই দেখা গিয়েছিল জমিয়ে হয়েছে নাচগান, খাওয়াদাওয়া। নেচেছেন শুভশ্রী। ‘পাওরি ট্রেন্ডে’ মেতে উঠেছিলেন সকলে। সে ভিডিয়ো শেয়ারও করেছিলেন রাজ।  তবে রাজ-শুভশ্রীর সন্তান ইউভানকে যদিও দেখা যায়নি সেখানে।

টলিপাড়ার হ্যাপেনিং কাপলদের মধ্যে অন্যতম রাজ-শুভশ্রী। তাঁদের প্রেম-বিয়েও ছিল সেলুলয়েডের সেই সময়ের অন্যতম চর্চিত টপিক। ২০২০-র সেপ্টেম্বরে দুই থেকে তিন হয়েছেন তাঁরা। জন্ম হয়েছে রাজ-শুভশ্রীর সন্তান ইউভানের। সিনেমার থেকে সাময়িক বিরতি নিয়ে আপাতত সংসার নিয়েই ভীষণ ব্যস্ত শুভশ্রী।