‘আমরা কি এখানে কাজ করতে এসেছি, না অন্যের পিছনে লাগতে?’ ভাবিয়ে তোলে সানিকে
Sunny Deol: বিষয়টা এমন পর্যায় চলে যেত যে তিনি স্থির করেছিলেন, কাউকে ছাড়বেন না। যথাযত উত্তর দেবেন। একবার চালবাজ ছবির শুটিং-এর সময় এমনটাই ঘটে তাঁর সঙ্গে। যেখানে শ্রীদেবী প্রসঙ্গ ওঠে। তিনি সেটেই বলেছিলেন, প্রয়োজনে তিনি শ্রীদেবীকেও ছাড়বেন না।

সানি দেওল, কেরিয়ারের শুরু থেকেই নানা ওঠাপড়া দেখেছেন তিনি। স্টারকিড বটে, কিন্তু কোথাও গিয়ে যেন তিনি বারবার প্রমাণ করেছেন, তিনি নিজের যোগ্যতাট বলিউডে রাজত্ব করছেন। সানি দেওলের শুরু থেকে মনে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন ছিল। যার মধ্যে অন্যতম হল কাজের পরিবেশ। সানি একবার আপ কি আদালত-এ বলেছিলেন, তিনি যখন কাজ করতেন, তখন সহকর্মীরা একে অন্যের পিছনে লাগতেন। তিনি কখনও কখনও বিষয়টা মেনে নিতে পারতেন না। তিনি বুঝতে পারতেন, তবে সেই মজা, ঠাট্টা ইয়ার্কিটা এমন পর্যায় চলে যেত যে তিনি স্থির করেছিলেন, কাউকে ছাড়বেন না। যথাযত উত্তর দেবেন। একবার চালবাজ ছবির শুটিং-এর সময় এমনটাই ঘটে তাঁর সঙ্গে। যেখানে শ্রীদেবী প্রসঙ্গ ওঠে। তিনি সেটেই বলেছিলেন, প্রয়োজনে তিনি শ্রীদেবীকেও ছাড়বেন না।
এরপর সানি বলেন, ”একটা সময় ছিল যখন আমি দেখতাম, আমি সেটে গেছি, ভালই অভিনয় করছি, অন্তত চেষ্টা করছি, ক্যামেরার পিছনে দাঁড়িয়ে কিছু মানুষ সেটা নিয়ে ঠাট্টা করছে, মজা করছে। অথচ পরিচালকও তাঁদের থামাচ্ছেন না। তখন আমার মনে হয়েছিল, যে আমরা এখানে কী করতে আসছি, কাজ করতে না, একে অন্যের পিছনে লাগতে। কিছুতেই বুঝতে পারতাম না।”
যদিও সেই সময়টা কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি সানি দেওলের। তারপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছু বছরের বিরতি। তারপর আবারও ২০২৩-এ এসে কামব্যাক। গদর ২ ছবি দিয়ে সকলকে তাক লাগিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, বয়স হয়েছে ঠিকই, তবে তাঁর ক্ষমতা বিন্দুমাত্র কমেনি।





