‘কোনওদিন যাব না..’, সৌরভের ‘বেফাঁস’ মন্তব্য! প্রকাশ্যে একহাত স্বস্তিকার
'একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিৎ নয়'-- আরজি কর কাণ্ডে বক্তব্য রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মন্তব্যের বিরুদ্ধে দিয়েছিলেন তীব্র প্রতিক্রিয়া। এবার চুপ রইলেন না স্বস্তিকা মুখোপাধ্যায়ও। গর্জে উঠলেন তিনিও। সৌরভ যা বলেছেন তার সঙ্গে তিনি যে একেবারেই সহমত নন তা কার্যত স্পষ্ট করলেন তিনি।
‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিৎ নয়’– আরজি কর কাণ্ডে বক্তব্য রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মন্তব্যের বিরুদ্ধে দিয়েছিলেন তীব্র প্রতিক্রিয়া। এবার চুপ রইলেন না স্বস্তিকা মুখোপাধ্যায়ও। গর্জে উঠলেন তিনিও। সৌরভ যা বলেছেন তার সঙ্গে তিনি যে একেবারেই সহমত নন তা কার্যত স্পষ্ট করলেন তিনি।
নাম না করেই স্বস্তিকা লেখেন, “আমি কোনওদিন দাদাগিরিতে যাইনি, যাওয়া হয়নি। আর কোনওদিন যাব না। অ্যাক্সিডেন্টলি যাব না, সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ ও খুন কোনও দুর্ঘটনা নয়। আর এটি কোনও বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েরাই নিরাপদ নয়। কোনও রাজ্যেই নয়। ধর্ষণ ও খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে— তারা ইচ্ছে করে করেছে/করে। জেনে বুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।” এখানেই থামেননি স্বস্তিকা। চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, “আমাদের ভালবাসার আইকন, এই নৃশংস ঘটনাকে এভাবে ছোট না করলেও হত।”
কী বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? আরজিকরে বিভৎসতার পর তাঁকে বলতে শোনা যায়, “আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত। আরজি করে যেরকম ঘটনা ঘটেছে, তা যে কোনও জায়গায় ঘটতে পারে।” তিনি আরও বলেন , “একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।” এই কঠিন পরিস্থিতিতে যখন অভিযুক্তদের সঙ্গে শাসক দলের যোগাযোগের নানা অভিযোগ উঠছে ঠিক তখনই সৌরভের এই মন্তব্যে উত্তাল হয়েছিল সামাজিক মাধ্যম। নেটিজেনরা আগেই এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার একহাত নিলেন স্বস্তিকা-শ্রীলেখাও।