Devoleena Bhattacharjee: চুপিসারে বিয়ে করে ফেললেন দেবলীনা, কেউ কিচ্ছু জানতে পারল না!
Devoleena Bhattacharjee: কিছু মাস আগেই অভিনেতা বিশাল সিংয়ের সঙ্গে তাঁর বাগদানের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।
কাকপক্ষীতেও টের পায়নি। কাছের বন্ধুরা আমন্ত্রিত ছিল শুধু। হঠাৎ পাওয়া খবরে চমকে গিয়েছেন অনুরাগীরাও। বিয়ে করে ফেলেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বেশিরভাগ লোকে যদিও তাঁকে ‘গোপী বহু’ বলেই চেনেন। পাত্র কে? পাত্রের নাম শাহনওয়াজ শেখ। যিনি আদপে দেবলীনার জিম প্রশিক্ষক। একেবারেই চুপিসারে বিয়ে করেছেন দেবলীনা। বিশাল সিং, ভাবিনী পুরোহিতের মতো তারকারা আমন্ত্রিত ছিলেন বিয়েতে। বিয়ের দিন লাল পোশাকে সেজেছিলেন দেবলীনা। হাতে ছিল শাঁখা-পলা। জানা যাচ্ছে, আইনি বিয়েও সেরে ফেলেছেন দেবলীনা। প্রেমিক যে আছে সে কথা আগেই জানিয়েছিলেন দেবলীনা। বিগবস ১৪-র অংশ ছিলেন তিনি। সেখানে হাজির হয়েই প্রেমের কথা জানিয়েছিলেন তিনি। যদিও সেই সময় প্রেমিকের নাম জানাননি তিনি।
কিছু মাস আগেই অভিনেতা বিশাল সিংয়ের সঙ্গে তাঁর বাগদানের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। পরে যদিও জানা গিয়েছিল তাঁর ও বিশালের এক মিউজিক ভিডিয়ো প্রচারের উদ্দেশেই বাগদানের ‘নাটক’ করেছিলেন দেবলীনা। মঙ্গলবার থেকে দেবলীনা তাই গায়ে হলুদ ও মেহেন্দির ছবি শেয়ার করলেও অনেকেই ভেবেছিলেন এ বুঝি তাঁর আগামী কাজের প্রচার। অবশেষে সামনে এল সত্য। সত্যিই বিয়ে করে নিয়েছেন দেবলীনা।
View this post on Instagram
বিগবসে থাকাকালীনই সহ প্রতিযোগী প্রতীক সহজপালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। প্রতীকের জন্য নাকি বিশেষ অনুভূতি সৃষ্টি হয়েছে– এ কথা নিজেই জানিয়েছিলেন দেবলীনা। যদিও সে সব অতীত। নতুন জীবন নিয়ে দারুণ খুশি অভিনেত্রী। এক রিয়ালিটি শো থেকে উত্থান দেবলীনার। সেখান থেকে সুযোগ মেলে হিন্দি ধারাবাহিকে। তাঁর ‘গোপী বহু’ চরিত্রটিই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। নতুন জীবনের জন্য তাঁকে শুভেচ্ছা।