Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Serial Gossip: দর্শকদের মন রাখতেই কী প্লট বদল ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের

Serial Plot: এবার ধীরে ধীরে সুর নরম করছে লেখিকা। সম্প্রতি ধারাবাহিকের দেশে দেখা গেল শিমুলের শাশুড়ির অতীতেও রয়েছে এক কঠিন অধ্যায়।

Serial Gossip: দর্শকদের মন রাখতেই কী প্লট বদল 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 1:00 PM

টানা চার সপ্তাহ পর ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক টিআরপির সেরা ১০-এ জায়গা করে নেয়। জি বাংলার নতুন এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে প্রথম দিন থেকেই। শাশুড়ি ও বৌমার এমন সম্পর্কে সমীকরণ যেন দর্শক মেনে নিতে পারছেন না। আজকালকার দিনেও এমন হয়। কঠোর পুরনো পন্থার এমন শাশুড়ি চরিত্র কেন পর্দায় তুলে ধরা হচ্ছে। এ সমাজের কাছে এ ছবি বড্ড বেশি যেন বেমানান এমনই দাবি করেন একশ্রেণীর দশকেরা। আবার কেউ কেউ সাবধান করতে জানেন এসব পর্দায় যেন দেখানো না হয়। কিন্তু কেন শিমুল অর্থাৎ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র মানালিদের শাশুড়ির এতটা কটাক্ষ সঙ্গে কথা বলে থাকেন?

এবার ধীরে ধীরে সুর নরম করছে লেখিকা। সম্প্রতি ধারাবাহিকের দেশে দেখা গেল শিমুলের শাশুড়ির অতীতেও রয়েছে এক কঠিন অধ্যায়। দুঃখ করতে করতে শিমুলের সামনে অনেকটাই খোলসা করেন তিনি। তিনি নিজে যে অত্যাচার সহ্য করেছেন তার মতে শিমুলকে তার এক অংশ কষ্ট করতে হয় না। ধীরে ধীরে কি তবে শিমুল বুঝতে পারবে এবার কেন তার শাশুড়ি এতটা কাঁদাচ্ছে তাকে? তবে কি এবার ধীরে ধীরে সম্পর্ক নরম হতে শুরু করবে? এই শিমুলি কি হয়ে উঠবে শাশুড়ির নয়নমনি? দর্শকদের মনে রাখতেই কি শাশুড়ির গলায় নরম সুর? প্রশ্ন উঠছে নেট দুনিয়ায়। একগুচ্ছ স্টার নিয়ে শুরু হওয়া এই ধারাবাহিক জুড়ে প্রথম থেকেই ছিল না না দরজা তুঙ্গে। দজ্জাল শাশুড়ি র চরিত্র কেন পর্যায় দেখানো হচ্ছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল ভক্তরা। অনেকেই হয়তো ধারাবাহিক প্রথমদিকে পছন্দ করছিলেন না, তবে ধীরে ধীরে শিমুল ও তার বন্ধুরা দর্শক মনে জায়গা করে নিচ্ছে। তারই প্রমাণ মিলল সম্প্রতিতে সামনে আসা টিআরপির তালিকায়।