Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudipa Chatterjee: ‘আদির সঙ্গে খেলছিল, হঠাৎ … ‘, গুরুতর অসুস্থ সুদীপ্তার মা, ভর্তি হাসপাতালে

Sudipa Chatterjee: টিভিনাইন বাংলাকে সুদীপা জানিয়েছেন, রবিবার ছেলে আদিদেবের সঙ্গে তাঁর মা খেলছিলেন। দু'জনের মধ্যে চলছিল খুনসুটি।

Sudipa Chatterjee: 'আদির সঙ্গে খেলছিল, হঠাৎ ... ', গুরুতর অসুস্থ সুদীপ্তার মা, ভর্তি হাসপাতালে
হাসপাতালে ভর্তি সুদীপ্তার প্রিয়জন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 12:32 PM

ঘোর সংকটে সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। সেরিব্র্যাল অ্যাটাকে আক্রান্ত হয়ে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তাঁর মা। টিভিনাইন বাংলাকে সুদীপা জানিয়েছেন, রবিবার ছেলে আদিদেবের সঙ্গে তাঁর মা খেলছিলেন। দু’জনের মধ্যে চলছিল খুনসুটি। তাঁর কথায়, “হঠাৎ করেই দেখি দু’জনের কোনও সাড়াশব্দ নেই। সন্দেহ হতেই আমি ঘরে গিয়ে দেখি, মা পড়ে আছেন। মুখ কেমন বেঁকে যাচ্ছে। আদি সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, ‘মা দিদুন আমার সঙ্গে কথা বলছে না, রাগ করেছে’। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। ওই অবস্থাতেই মা’কে নিজেদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকেরা জানান মায়ের ম্যাসিভ সেরিব্র্যাল অ্যাটাক হয়েছে।” ভেন্টিলেশনে নেই যদিও তাঁর মা, ভর্তি রয়েছেন আইসিউতেই। কথা বলতে গিয়েই গলা ধরে এল সুদীপার। তিনি যোগ করেন, “মায়ের বাঁ দিক প্যারালাইসিস হয়ে গিয়েছে। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন। সবাই একটু প্রার্থনা করবেন। আসলে মায়ের কিছু হলে যে কী দিশেহারা অবস্থা হয়, তা বলে বোঝানো যায় না। সমানে ঠাকুরকে ডাকছি। মানুষটাকে ভাল করে দাও।” প্রসঙ্গত, এর আগেও গত মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর মা। সেই যুদ্ধ জয় করে ফিরেছিলেন তিনি। এ বারেও যে যুদ্ধে জয়ী হন তিনি, প্রার্থনা করছেন তাঁর কাছের মানুষেরা।

মা তাঁর খুব কাছের। সে কথা বারেবারেই বলেছেন সুদীপা। এর আগে মাতৃদিবস উপলক্ষে মা’কে নিয়ে করেছিলেন এক পোস্ট। লিখেছিলেন, ” “জীবনের প্রথম পাওয়া উপহার- ‘মা’।জীবনের প্রথম ডাক- ‘মা’। সব পথ যখন থমকে দাঁড়ায়,তখন দুহাত পেতে আগলে রাখে- ‘মা’। জীবনের সবচেয়ে সেরা আনন্দ- মার মুখে দেখতে পাওয়া হাসি। তাই,যদি একটা দিনে- তাঁকে একটু বিশেষ করে আদর-যত্ন করা যায়,তাতে ক্ষতি কি? আমার মা- আমার দেখা,পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারব না কেউ। তাই,তোমাকে বারবার কুর্নিশ জানালেও- তা কমই হয়। বেঁচে থাক।” আপাতত তাঁর সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় সুদীপা। চাইছেন প্রার্থনা।