Rubel-Sweta: এই অবস্থায় রুবেল ও শ্বেতার নাচ দেখে অবাক নেটপাড়া

Viral Video: রিল থেকে শুরু করে ভিডিয়ো ৮ থেকে ৮০ সকলেই গা ভাসাচ্ছে এই নয়া ট্রেনের। আর সেই তালিকা থেকে বাদ পড়বে ডান্সার জুটি রুবেল শ্বেতা! তা কি হয়?

Rubel-Sweta: এই অবস্থায় রুবেল ও শ্বেতার নাচ দেখে অবাক নেটপাড়া
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 10:00 AM

প্রায় এক মাস হতে চলল রুবেল দাস বাড়িতে আটকে ছিলেন। নিম ফুলের মধু ধারাবাহিকের শুট করতে গিয়ে গোড়ালিতে চোট পান অভিনেতা। তড়িঘড়ি তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে দু’পায় করা হয় প্লাস্টার। এরপর থেকেই ঘরেই বন্দি ছিলেন তিনি। তবে মাঝেমধ্যেই প্রেমিককে দেখতে হাজির হচ্ছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কখনও তাঁদের খুনসুটি সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে, কখনও আবার এই অবস্থায় নাচ। বর্তমানে রজনীকান্তের ছবি ‘জেলার’ থেকে ভাইরাল হয়েছে কাভালা গানের নাচ। যেখানে বোল্ড লুকে সকলেই নজর কেড়েছেন তামান্না ভাটিয়া। এই গানের হুক স্টেপ বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল।

রিল থেকে শুরু করে ভিডিয়ো ৮ থেকে ৮০ সকলেই গা ভাসাচ্ছে এই নয়া ট্রেনের। আর সেই তালিকা থেকে বাদ পড়বে ডান্সার জুটি রুবেল শ্বেতা! তা কি হয়? একেবারেই নয়, পায়ে ব্যথা নিয়েই নেচে ফেললেন রুবেল। না তবে অবাক হওয়ার কোনও কারণ নেই, কেবল হাতের মুদ্রায় নাচকে নতুনভাবে কোরিওগ্রাফ করলেন এই জুটি। ভিডিয়ো দেখামাত্রই ভক্তরা আবারও ভালবাসায় ভরিয়ে দিলেন তাঁদের। রুবেল যদিও অসুস্থ হলেও শুটিং কিন্তু বন্ধ করেননি নিম ফুলের মধু ধারাবাহিকের। অভিনেতা ঘরে থাকায় সামান্য কিছু ট্র্যাক বদল ঘটেছে মাত্র।

তবে বর্তমানে পা থেকে খুলে ফেলা হয়েছে প্লাস্টার, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। তবে ডাক্তারের পরামর্শে বেশি হাঁটাচলা করা বারণ, সেই কারণে ধারাবাহিকের প্লটেও দেখানো হচ্ছে অসুস্থ রুবেল। বর্তমানে নিম ফুলের মধ্যে ধারাবাহিক দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছে। টিআরপির তালিকার সেরা ৫ এ মাঝেমধ্যেই দেখা মিলছে এই ধারাবাহিকের। তবে দর্শক যেন বারবার একই আর্জি করে যেতে বিন্দুমাত্র পিছুপা হচ্ছে না, আর তা হলেও রুবেল সেটা জুটিকে পর্দায় একসঙ্গে আনা হোক। এই ভিডিওর কমেন্ট বক্সেও তেমনি আরজি নজর এল।