রাসমণিতে শেষ হচ্ছে দিতিপ্রিয়ার জার্নি, এরপর কী করবেন অভিনেত্রী?
দেবশ্রী রায় অভিনীত আসন্ন ধারাবাহিক ‘সর্বজয়া’-র প্রোমে ইতিমধ্যেই সংশ্লিষ্ট চ্যানেলে দেখা গিয়েছে। ফলে অনেকেরই প্রশ্ন, রাসমণি শেষ হলে সেই স্লটেই কি দেখা যাবে এই নতুন ধারাবাহিক?
জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ কি শেষের পথে? দীর্ঘদিন সফল ভাবে দর্শকের মনোরঞ্জন করার পর এ বার গল্পের শেষ পাতা এগিয়ে এল? এ প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। তার উপর দেবশ্রী রায় অভিনীত আসন্ন ধারাবাহিক ‘সর্বজয়া’-র প্রোমে ইতিমধ্যেই সংশ্লিষ্ট চ্যানেলে দেখা গিয়েছে। ফলে অনেকেরই প্রশ্ন, রাসমণি শেষ হলে সেই স্লটেই কি দেখা যাবে এই নতুন ধারাবাহিক?
এ প্রসঙ্গে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) বললেন, “ধারাবাহিক শেষ হবে কি না, বলতে পারব না। তবে আমার চরিত্র অর্থাৎ রাসমণির চরিত্র শেষ হয়ে যাবে। সেভাবেই চিত্রনাট্য লেখা হচ্ছে। লকডাউনের জন্য শুটিং বন্ধ না হয়ে গেলে, এতদিনে হয়তো আমার শুটিংও শেষ হয়ে যেত। জুনের মাঝামাঝি অথবা জুনের শেষ পর্যন্ত দেখা যাবে রাসমণির চরিত্র।”
রাসমণিই এই ধারাবাহিকের প্রাণ। ফলে সেই চরিত্র অনস্ক্রিন শেষ হওয়ার পরও অন্যান্য চরিত্রদের নিয়ে ধারাবাহিক এগিয়ে যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে সপরিবার করোনা আক্রান্ত হয়েছিলেন দিতিপ্রিয়া। সে কারণে তিনি শুটিং বন্ধ রেখেছিলেন। ফলে অনস্ক্রিনেও রানিমাকে দেখা যায়নি।
এই ধারাবাহিক দিতিপ্রিয়ার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। এই ধারাবাহিকে কাজ শেষ হয়ে গেলে কী করবেন? দিতিপ্রিয়া শেয়ার করলেন, “বেশ কিছু অফার রয়েছে আমার কাছে। কিন্তু আপাতত কিছুদিন ব্রেক নেব। কিছু কাজ জমে রয়েছে, সেগুলো শেষ করব। তারপর আবার ভাবা যাবে।” ব্রেকের পর কি টেলিভিশন ফের নাকি এ বার শুধু বড়পর্দায় মন দেবেন? দিতিপ্রিয়া হেসে বললেন, “লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। দেখা যায় কি করি…।”