Viral Video: খেতে গিয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন তেজস্বী, কী এমন খাওয়ালেন করণ, ভাইরাল ভিডিয়ো

Tejasswi Prakash: কী এমন খাওয়ালেন করণ, যার জন্য কেঁদে নাজেহাল হতে হল তেজস্বীকে।

Viral Video: খেতে গিয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন তেজস্বী, কী এমন খাওয়ালেন করণ, ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 12:22 PM

বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল টেলি-সেলেব স্টার করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। বিগ বসের ঘর থেকেই তাঁরা ভাইরাল। একের পর এক ভিডিয়ো থেকে শুরু করে ছবি, শেয়ার করা মাত্রই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন তাঁরা। আনুষার সঙ্গে সম্পর্কের ইতি হওয়ার পরই নতুন সম্পর্কের জল্পনাতে জড়িয়ে গিয়েছিলেন করণ কুদ্রা। যদিও এই সম্পর্ক ঘিরে থাকা নানা অধ্যায়ে কেবলই বিতর্কই জায়গা করে নিয়েছিল প্রথমধাপে। কিন্তু খুব দ্রুততার সঙ্গে সম্পর্কে গসিপ থেকে বাড়িতে নিয়ে এসেছেন করণ কুন্দ্রা। না, ভাইরাল স্টার হয়ে থাকা নয়, সত্যিই এবার তেজস্বীর সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনাই করছেন তিনি। বর্তমানে সেই ছবি বারে বারে সকলের সামনে স্পষ্ট।

পাপরাজিৎদের প্রশ্নে স্পষ্টই জানিয়েছেন তাঁরা সম্পর্কের কথা, বিগ বসের ঘরেই তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য সকলকে সাফ বুঝিয়ে দিয়েছিল, তাঁরা এবার নতুন সম্পর্কের দানা বাঁধতে চলেছে। এবার অন্য লুকে ধরা দিলেন এই সেলেব জুটি। একেবারে যাকে বলে ফ্যামিলি ফ্রেম। প্রকাশ্যে তাঁকে ভাবি বলে সম্বধোন করলেও করণের বাড়িতে কি সত্যিই তেজস্বী জায়গা করে নিয়েছে! এবার তা প্রমাণ করে দিলেন করণ কুন্দ্রা প্রকাশ্যেই। মোমো পার্টি, তেজস্বীর হাতে ঝাল আঁচার সহকারে মোমো! ডায়েট ভুলে মন খুলে স্বাদ উপভোগ করতে শুরু করেছিলেন একের পর এক মুখে পুরে ফেলা।

আর তাতেই চোখের জলে নাকের জলে অবস্থা। সামনে বসে থাকা বাবাকে ডেকে করণ জানালেন, কেন এমনভাবে ঝাল আঁচার খাচ্ছেন তেজস্বী! কোনও উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতেই মুখ চালিয়ে গেলেন তিনি। আর এই ভিডিয়োতেই বর্তমানে মজেছে নেট দুনিয়া। তেজস্বীর অবস্থা দেখে মজার কমেন্ট যেমন ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতায়, ঠিক তেমনভাবেই এবার সকলের নজরের ভাইরাল হলেন নাগিনস্টার। চিট ডায়েটে করণের সঙ্গে লুকিয়ে লুকিয়ে মোমো পার্টি ফাঁস।

আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার

আরও পড়ুন- Bollywood Controversy: বাবার সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে পূজা, ২১ বছরের দিদির সঙ্গে মায়ের বিরোধ, আলিয়ার অন্দরমহলের কাহিনী

আরও পড়ুন-  Jersey: ‘ঘাম রক্ত চোখের জল ঝরিয়ে তৈরি জার্সি’, ঝুঁকি নিতে নারাজ শাহিদ কেজিএফ-২ কম্পিটিশন নিয়ে কী বললেন