VIRAL Surbhi Chandna: ‘দাঁড়ান সুসু পেয়েছে’, বলেই অভিনেত্রী দৌড়ে উঠেন যান ভ্যানিটি ভ্যানে, ঝড়ের মতো ভাইরাল ভিডিয়ো
Surbhi Chandna-Loo Break: সম্প্রতি সঞ্চালক হিসেবে 'হুনরবাজ়'-এ কাজ করছেন সুরভি। সেই শোয়ের সেটেই এই কাণ্ড ঘটেছে।
‘একটু দাঁড়ান সুসু করে আসছি’, সপাটে বলে দিলেন পাপারাৎজ়িদের। তারপর ঢুকে পড়লেন নিজের ভ্যানিটি ভ্যানের ভিতরে। অভিনেত্রী সুরভি চন্দনা। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। সম্প্রতি শুটিং করছিলেন একটি শোয়ের। ফ্লোর থেকে বেরনোর পর ছুট্টে চলে গিয়েছিলেন নিজের ভ্যানিটি ভ্যানের দিকে। পাপারাৎজ়িরা তাঁকে ছেকে ধরেন। ছবি তোলার জন্য তাঁর দিকে তাক করা ক্যামেরা।
এদিকে অপেক্ষা আর সহ্য করতে পারছিলেন না সুরভি। তক্ষুনি তাঁকে যেতেই হবে ভ্যানিটি ভ্যানের লু-তে। কিন্তু পাপারাৎজ়িও নাছড়বান্দা। সুরভিকে বারবার দাঁড়াতে বলতে থাকেন। এরপরই মজার কাণ্ডটি ঘটে যায়। আঙুল তুলে সুসু করতে যাওয়ার ইঙ্গিত করেন সুরভি। তা দেখে পরিস্থিতির গুরুত্ব বোঝে পাপারাৎজ়ির দল।আসলে সুরভির কাছে অন্য কোনও উপায়ই ছিল না। এই অবস্থায় কোনও উপায়ই বোধহয় থাকে না কারও হাতে।
২০০৯ সালে অভিনয়ে হাতেখড়ি সুরভির। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে সুইটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘কবুল হ্যায়’তে ডেবিউ করেছিলেন। স্টার প্লাসের ধারাবাহিক ‘ইস্কবাজ়’-এ হায়ার চরিত্রে অভিনয় করে মন কেড়েছিলেন সকলের।
২০১৪, ২০১৫ সালে জ়ি টিভির একটি ধারাবাহিকে মুক ও বধিরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করেছিলেন। বিদ্যা বালনের ‘ববি জাসুস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
নানা পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। স্টার প্লাসের ‘সঞ্জীবনী’ ধারাবাহিকে ডঃ ঈশানি আরোরার চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি সঞ্চালক হিসেবে ‘হুনরবাজ়’-এ কাজ করছেন সুরভি। সেই শোয়ের সেটেই এই কাণ্ড ঘটেছে।