Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: ‘আমাকে সকলে ছেলে ভাবত!’ আলিয়ার স্টাইলে কী পরিবর্তন আনেন মা সোনি…

Alia Bhatt: ছোটবেলায় সকলে ছেলে ভাবতেন বলিউড অভিনেত্রী আলিয়া ঘাটকে। তা নিয়ে তাঁর মা অভিনেত্রী সোনি রাজদানের খুব দুঃখ ছিল। তিনি কন্যার স্টাইলে পরিবর্তন এনেছিলেন। কী সেই পরিবর্তন? ছোটবেলার কথা আর কী বলেছেন আলিয়া?

Video: 'আমাকে সকলে ছেলে ভাবত!' আলিয়ার স্টাইলে কী পরিবর্তন আনেন মা সোনি...
আলিয়া ভাট।
Follow Us:
| Updated on: Jul 09, 2024 | 12:21 PM

ছোটবেলার কথা বলেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘আপকা আদালত’-এ এসে তিনি জানিয়েছিলেন ছোটবেলায় আলুর মতো গোল ছিলেন আলিয়া এবং তাঁর প্রিয় খাবারও নাকি ছিল আলু। ফ্রেঞ্চ ফ্রাইজ়! আলিয়া জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁকে সকলে ছেলে ভাবতেন। সকলে তাঁর মা অভিনেত্রী সোনি রাজদানকে বলতেন, “ও মা কী মিষ্টি ছেলেটা।”

মেয়েকে সকলে ছেলে ভাবছেন, বিষয়টা একেবারেই ভাল লাগত না সোনির। তাই তিনি একটি উপায় বের করেছিলেন। বেবি আলিয়ার স্টাইলে এনেছিলেন পরিবর্তন। আলিয়া বলেছিলেন, “আমি খুবই গোলগাল বাচ্চা ছিলাম। সকলে আমাকে ছেলে ভাবত। তাই মা আমার চুলে একটি বো পরিয়ে দিয়েছিলেন, যাতে কারও আমাকে মেয়ে ভাবতে অসুবিধা না হয়।”

২০২২ সালের ৬ নভেম্বর সন্তানের জননী হয়েছেন আলিয়া। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। প্রায় একবছর কন্যা রাহাকে জনসমক্ষে আনেননি আলিয়া এবং তাঁর স্বামী রণবীর কাপুর। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর কাপুর পরিবারের ক্রিসমাস লাঞ্চে যাওয়ার আগে রাহাকে পাপারাৎজ়িদের সামনে আনেন তাঁরা। নীল চোখের রাহাকে দেখে সকলেই তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। সকলে বলেছেন, “আহা, কী মিষ্টি হয়েছে মেয়েটা।” রাহার সঙ্গে মিল আছে তার মা আলিয়ার ছোটবেলার চেহারার। অন্যদিকে তার নীল চোখ দেখে রণবীরের ঠাকুরদার, তথা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের সঙ্গেও বেবি রাহার মিল খুঁজতে শুরু করেন নেটিজ়েনরা।